Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আক্রান্ত আশিকের পাশে বিসিবি


১৪ মে ২০২০ ১৩:৪৫ | আপডেট: ১৪ মে ২০২০ ১৩:৪৯

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক পেসার ও নারী ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ আশিক মজুমদারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ এই প্রশাসনের পক্ষ থেকে তার জন্য প্রয়োজনীয় সব ধরনের  সহযোগিতা দেওয়া হচ্ছে। ভালো খবর হলো, আশিক এখন আগের চাইতে সুস্থ।

বৃহস্পতিবার (১৪ মে) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি বলেন, তার সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ হচ্ছে। তাদের বলা আছে, কোনো প্রয়োজন হলে যেন আমাদের জানান। আমাদের লোকজনও তার ফলোআপ করছে।

নিজাম উদ্দিন চৌধুরী আরও বলেন, তিনি এখন আগের চেয়ে অনেকটা সুস্থ। আশা করছি দ্রুতই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। শুধু আশিক নয়, ক্রিকেট সংশ্লিষ্ট সবার সঙ্গেই আমরা এই পরিস্থিতিতে থাকার চেষ্টা করছি। আমরা চেষ্টা করব সবসময় সবার পাশে থাকতে।

করেনাভাইরাসে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার (১২ মে) বিকেলে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি হন সাবেক এই যুবা পেসার।

২০০২ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যুব বিশ্বকাপে অংশ নিয়েছিলেন আশিক। তবে দীর্ঘদেহী এই পেসার ক্যারিয়ারটা লম্বা করতে পারেননি পিঠের চোটের কারণে। তবে ক্রিকেট ছাড়েননি। খেলা ছেড়ে অল্প বয়সেই কোচিংকে পেশা হিসেবে বেছে নেন। সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আর ক্লাব ক্রিকেটে কাজ করেছেন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ক্লাব প্রাইম ব্যাংক ক্রিকেটার্সের সহকারী কোচ হিসেবে।

অনূর্ধ্ব-১৯ দলের সাবেক পেসার আশিক মজুমদার করোনায় আক্রান্ত নারী ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর