Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের দর্শকরা দুর্দান্ত: ডু-প্লেসি


১৪ মে ২০২০ ০২:৩৯

স্পোর্টস ডেস্ক
ক্রিকেটমহলে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের আলাদা একটা সুনাম আছে। দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ হলে স্টেডিয়ামে তীল ধারণের ঠাঁই থাকে না। বাংলাদেশি কোন ব্যাটসম্যানের দারুণ একটা শট খেললে বা প্রতিপক্ষের উইকেট পড়লে উত্তাল সমুদ্রের মতো গর্জে উঠে পুরো স্টেডিয়াম। দেশের বাইরের ম্যাচেও নজর কাড়েন বাংলাদেশি সমর্থকরা। দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ফাফ ডু-প্লেসি আলাদা করে প্রসংশা করলেন বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের।

বিজ্ঞাপন

করোনাভাইরাস কালের এই ক্রিকেটহীন সময়টাতে ফেসবুকের লাইভ আড্ডায় মজেছেন তামিম ইকবাল। দেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের সঙ্গে লাইভ আড্ডার পর তামিম আজ বুধবার (১৩ মে) রাতে লাইভে এনেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডু-প্লেসিকে। দুজনের আলোচনার এক ফাঁকে উঠে আসে বাংলাদেশের দর্শকদের প্রসঙ্গ।

প্রোটিয়া তারকা এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি মনে করি, দক্ষিণ আফ্রিকার উচিৎ বাংলাদেশ আর ভারতের সঙ্গে দর্শকহীন মাঠে ক্রিকেট খেলা। তোমাদের দর্শক দুর্দান্ত, তারা অনেক বেশি আবেগি। বাংলাদেশের দর্শকরা অস্ট্রেলিয়ার সমর্থকদের থেকে অনেক ভালো। আর সমর্থকদের জন্যই তোমরা অনেক এগিয়ে থাকো।’

আড্ডায় আগের বাংলাদেশ দল আর বর্তমানের বাংলাদেশ দলের মধ্যে পার্থক্য নির্ণয়ের চেষ্টাও করেছেন ডু-প্লেসি।

বাংলাদেশের বর্তমান দল কেমন, তামিমের এই প্রশ্নের প্রেক্ষিতে প্রোটিয়া তারকা বলেন, ‘আমি অনেক ধরেই বাংলাদেশের বিপক্ষে খেলে আসছি। আগের সময়ে তোমরা কয়েকজন ক্রিকেটারের ওপর নির্ভর করতে। আমাদের কাজ ছিল ওই দুই-তিনজন ক্রিকেটারকে তুলে নেওয়া। কিন্তু এখন তোমাদের দলে অনেক দুর্দান্ত ক্রিকেটার আছে। এখন সবাইকে নিয়েই ছক কষতে হয়। তোমাদের অনেক ভালো ভালো ক্রিকেটার আছে এখন। বর্তমান বাংলাদেশের সঙ্গে খেলাটা কষ্টকর।’

সারাবাংলা/এসএইচএস/জেএইচ

তামিম ইকবাল ফাফ ডু প্লেসি বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর