স্মরণীয় ব্যাট নিলামে তুলছেন না আশরাফুল
১৩ মে ২০২০ ২২:৫১ | আপডেট: ১৪ মে ২০২০ ১২:০৪
করোনাকালে অসহায়দের পাশে দাঁড়াতে দৃষ্টান্তমূলক এক পদক্ষেপ নিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। চেয়েছিলেন ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলবেন এবং সেখান থেকে আসা অর্থ করোনায় দুর্গতদের সহায়তায় ব্যয় করবেন। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন। স্মরণীয় ব্যাটটি তিনি নিলামে তুলছেন না।
এর পেছনে কারণ দু’টি। প্রথমত, মুশফিকের ব্যাটের নিলাম তামাশা। আর দ্বিতীয়ত, দেশের অর্থনৈতিক পরিস্থিতি। মুশফিকের ব্যাটের নিলামে বিভিন্ন ভুয়া আইডি থেকে যেভাবে বিডিং করা হচ্ছে তাতে আশরাফুলের বদ্ধমূল ধারণা এদেশে নিলামের সংস্কৃতি গড়ে ওঠেনি।
এদিকে করোনাকালীন সময়ে দেশের স্থবির অর্থনৈতিক পরিস্থিতিতে ঐতিহাসিক ব্যাটটির সঠিক মূল্য পাবেন না বলে ধারনা তার।
বুধবার (১৩মে) সারাবাংলাকে তিনি একথা জানিয়েছেন।
আশরাফুল বলেন, ‘আসলে আমাদের এ ধরনের সংস্কৃতি নাই। এবং প্রক্রিয়াটাও আমার কাছে পরিস্কার নয়। মুশফিকের ব্যাটের নিলামের উল্টাপাল্টা ঘটনা তো আছেই এছাড়াও আরেকটি বিষয় আছে। এই মুহূর্তে দেশের মানুষের কাছে টাকা নেই। আমার এই ব্যাটটা ঐতিহাসিক ব্যাট। আমি যতটুকু বুঝেছি এই মুহূর্তে এই ব্যাট বিক্রি করে যে পরিমাণ টাকা আসার কথা সেটা আসবে না তার মানে হলো আমি যে উদ্দেশ্য নিয়ে ব্যাটটি বিক্রি করতে চেয়েছিলাম সেই উদ্দেশ্য সফল হবে না। অতএব এই মুহূর্তে ব্যাটটি বিক্রি করার কোনো মানেই আমি দেখছি না।’
করোনা এদেশে প্রাদুর্ভাব ছড়ানোর পর থেকেই অসচ্ছ্বলদের পাশে দাঁড়িয়েছেন আশরাফুল। প্রায় মাসখানেক আগে প্রথম শ্রেনীর চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে বিসিবি থেকে তিন মাসের বেতন পেয়েছিলেন। যার পুরোটাই তিনি অসহায়দের মাঝে দান করে দিয়েছেন ।
আরো বড় পরিসরে সহায়তার মহৎ উদ্দেশ্য নিয়ে এই ঐতিহাসিক ব্যাটটি নিলামে তুলতে চেয়েছিলেন। কিন্তু দেশের নিলাম বাস্তবতা ও অর্থনৈতিক প্রেক্ষাপটের নিরিখে পিছু হটতে বাধ্য হলেন বাংলাদেশের এই ব্যাটিং বিস্ময়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতকের ব্যাট করোনাভাইরাস টপ নিউজ তুলেছেন না ব্যাট নিলামে মোহাম্মদ আশরাফুল