Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টেডিয়ামে সমর্থকদের কৃত্রিম চেঁচামেচি চান আর্চার


১৩ মে ২০২০ ১৪:৫৭

গত মার্চ মাস থেকেই করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে ক্রিকেট স্থগিত রয়েছে। তবে ভাবে আর কত দিন! অর্থনৈতিক ক্ষতি এবং ক্রিকেটার ও ক্রিকেটের সঙ্গে যুক্ত সকলে অলস সময় পার করছেন। তাই তো মাঠে ক্রিকেট ফেরানোর কথা এখনই ভাবতে শুরু করেছে বিভিন্ন ক্রিকেট বোর্ড। তবে মাঠে ক্রিকেট ফিরলেও দর্শকরা মাঠে প্রবেশ করতে পারবে না। দর্শকশূন্য স্টেডিয়ামে ক্রিকেট ফেরানোর আলোচনা শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড-ইসিবি।

বিজ্ঞাপন

আর এখানেই ভয়ের কথা শোনালেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো পেসার জোফরা আর্চার। আর সেই সঙ্গে দর্শকবিহীন মাঠে খেলার পরিবেশ তৈরির বুদ্ধিও দিলেন তিনি। জানালেন কৃত্রিমভাবে মিউজিক কিংবা দর্শকদের শব্দ স্টেডিয়ামে বাজালে ক্রিকেটারদের খালি স্টেডিয়ামে খেলতে সুবিধা হবে। কিন্তু এই অবস্থাও সকলকে জানিয়ে দেবে মাঠে দর্শকের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ।

সম্প্রতি আয়ারল্যান্ড, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ তিনটি করোনাভাইরাসের এই মহামারীর মধ্যেই খেলতে চাইছে ইংলিশ ক্রিকেট বোর্ড। এর জন্য প্রয়োজনে দর্শকশূন্য মাঠে খেলতেও প্রস্তুত তারা। এ ব্যাপারে আর্চার বলেন, ‘আমি বুঝতে পারছি ক্রিকেট শুরু করাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দর্শকশূন্য মাঠে ক্রিকেট খেলাটা খুবই কষ্টকর হবে। আর এখান আমরা বুঝতে পারব দর্শক আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’

গত সপ্তাহে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, দর্শকশূন্য স্টেডিয়ামে ক্রিকেট খেললে ওই জাদুটা আর থাকবে না।

বার্বাডোজে জন্মগ্রহণ করা জোফরা আর্চার বলেন, ‘আমাদের দর্শকবিহীন মাঠে ক্রিকেট খেলে অভস্ত হতে হবে। তাই আমার মনে স্টেডিয়ামে মিউজিক কিংবা কৃত্রিম দর্শকদের শব্দ ব্যবহার করা যেতে পারে। আমার কাছে সব থেকে সেরা সমাধান মনে হয়েছে বাউন্ডারি কিংবা উইকেট পড়লে দর্শকদের হাত তালির শব্দ ব্যবহার করা যেতে পারে।’
কনুইয়ের ইঞ্জুরির কারণে শ্রীলংকা সফর এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন জোফরা আর্চার। সে ব্যাপারে বললেন, ‘আমি এখনো জানি না আমার কনুইয়ের অবস্থা। আমার মনে হয় আমার বল করে দেখতে হবে কনুইয়ের কি অবস্থা। এখন অবশ্য মনে হচ্ছে কনুই ঠিক আছে কিন্তু আমি এখনো কনুইয়ে চাপ পড়ে এমন কোনো কাজ করিনি।’

বিজ্ঞাপন

ইংলিশ ক্রিকেটার জোফরা আর্চার দর্শকশূন্য মাঠে