Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয়দের বিদেশি লিগে দেখতে চান রায়না


১০ মে ২০২০ ১৬:০৬

চুক্তির বাইরে থাকা ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগগুলোতে খেলার অনুমতি চেয়েছেন সুরেশ রায়না। অনেকদিন ভারতীয় দলের বাইরে থাকা তারকা অলরাউন্ডার বলছেন, শুধুই আইপিএলের জন্য অপেক্ষা করাটা অনেক ক্রিকেটারের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

অবসরের আগে বিদেশি লিগে খেলার অনুমতি পায় না ভারতীয় ক্রিকেটাররা। এই বাধ্যবাধকতা চলে আসছে এক যুগেরও বেশি সময় ধরে। এই নিয়ম তাদের জন্য বড় বিপদের কারণ যাদের আইপিএলে ভালো চুক্তি নেই আবার বোর্ডের চুক্তিতেও নেই। আর ভারতে এমন ক্রিকেটারের সংখ্যা নেহাত কম নয়। সুরেশ রায়না মনে করছেন, এই নিয়ম থেকে বেরিয়ে আসা দরকার।

বিজ্ঞাপন

সম্প্রতি ভারতের অপর তারকা ক্রিকেটার ইরফান পাঠানের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ আড্ডায় যুক্ত হয়েছিলেন রায়না। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি আশা করি, আইসিসি বা ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিসিআই আলোচনা করবে এবং বোর্ডের চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের বাইরের লিগে খেলার অনুমতি দেবে। আমার মনে হয়, ইউসুফ (পাঠান), আমি, রবিন উথাপা, এরকম অনেক ভালো ক্রিকেটার আছে, যারা বাইরের লিগে খেলে অনেক শিখতে পারবে, সেটা যে লিগই হোক। আমাদেরকে দুটি লিগে (বাইরের) খেলার অনুমতি দিন।’

রায়না বলেন, ‘আমরা বিসিসিআইয়ের চুক্তিতে নেই, কারও কারও আইপিএল চুক্তিও নেই, আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছি না এবং ঘরোয়া ক্রিকেটের মান আন্তর্জাতিক পর্যায়ের নয়। সিপিএল হোক বা বিগ ব্যাশ বা যে কোনো লিগ, আমরা যদি মাস তিনেক মানসম্পন্ন ক্রিকেট খেলার সুযোগ পাই, তবে তা আমাদের প্রস্তুত থাকতে সহায়তা করতে পারে।’

প্ল্যান ‘বি’ তৈরি করতে বলেছেন রায়না। অন্যান্য লিগগুলোতে খেললে ক্রিকেটাররা উন্নতি করতে পারবেন বলেছেন তিনি, ‘অন্য দেশের ক্রিকেটাররা এসব লিগে নিয়মিত খেলছে এবং সেগুলোয় ভালো করে অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। আমরা আইপিএল খেলছি, কিন্তু এই লোকগুলোর (জাতীয় নির্বাচকরা) যদি ৪০-৫০ জন ক্রিকেটারের পুল থাকে, তারা মনে করেন, পুলের বাইরে থাকা ক্রিকেটারা যথেষ্ট ভালো নয় বা সেরা সময় পেছনে ফেলে এসেছে। এই ক্রিকেটারদের অবহেলা করা হয়। আমাদের কোনো ‘প্ল্যান বি’ নেই। বাইরে গিয়ে যদি আমরা পারফর্ম করতে পারি, আমাদের ক্রিকেটের উন্নতি হবে এবং আমরা অনেক শিখতে পারব।’

বিজ্ঞাপন

অন্যান্য লিগে বিদেশি লিগে ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর