Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুমোদন পেল ফুটবলে পাঁচ বদলির প্রস্তাব


৯ মে ২০২০ ১৭:২৩

করোনাভাইরাস পরবর্তি সময়ে ফুটবলে তিনজনের বদলে পাঁচজন খেলোয়াড় বদলির যে আলোচনা চলছিল তার অনুমোদন মিলেছে। প্রস্তাবটিতে সম্মত হয়েছে ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

করোনাভাইরাসের কারণে মাস দেড়েক ধরে ফুটবল বন্ধ। ইউরোপের সব লিগ শুরু হতে নিঃসন্দেহে আরও সময় লাগবে। অর্থাৎ লম্বা একটা সময় অনুশীলন এবং ফুটবলের বাইরে থাকতে হয়েছে ফুটবলারদের। এদিকে, অনেকদিন খেলা বন্ধ থাকার কারণে স্বাভাবিক ভাবেই করোনা পরবর্তি সময়ে ঘন ঘন ম্যাচ আয়োজন করতে হবে আয়োজকদের।

বিজ্ঞাপন

সব মিলিয়ে অতিরিক্ত চাপে খেলোয়াড়দের চোট প্রবণতা বেড়ে যেতে পারে। সেই ঝুঁকি এড়াতেই মূলত তিনজনের বদলে বদলি খেলোয়াড় পাঁচজন করার প্রস্তাব উঠেছিল। আইএফএবির সম্মতিতে এই সুবিধা পেতে যাচ্ছে দলগুলো।

বলা হয়েছে চলতি বছরের মধ্যে যেসব প্রতিযোগিতা শেষ করার বাধ্যবাধকতা আছে সেসব প্রতিযোগিতায় এই নিয়ম ব্যবহার হবে। তবে কোন ফেডারেশন, লিগ বা টুর্নামেন্ট কর্তৃপক্ষ যদি এই সুবিধা না নিতে চায় তবে বাধ্যবাধকতা নেই। পাঁচজন বদলির নতুন নিয়ম কতদিন পর্যন্ত কার্যকর থাকবে তা উল্লেখ করা হয়নি। আইএফএবি ও ফিফা পরবর্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এদিকে, ভিএআর (ভিডিও অ্যাসেস্ট্যান্ট রেফারি) ব্যবহার বিষয়েও নতুন সিদ্ধান্ত এসেছে। বলা হয়েছে এবারের মৌসুমে কোনো প্রতিযোগিতার আয়োজকরা চাইলে ভিএআর পদ্ধতি নাও ব্যবহার করতে পারেন। বিষয়টি এখন আর বাধ্যতামূলক না।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (০৮ মে) শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ ফুটবল লিগ। জার্মান বুন্দেসলিগা শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১৬ মে। শোনা যাচ্ছে, জুনের মধ্যে নাকি স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি ‘আ’ লিগও মাঠে গড়াবে।

বিজ্ঞাপন

এক ম্যাচে পাঁচ বদলি ফিফা সাবস্টিটিউট খেলোয়াড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর