Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের গোল্ডেন বুট জিতলেন এমবাপে


৮ মে ২০২০ ১৮:৪৬

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ইউরোপের অন্যান্য জনপ্রিয় লিগগুলো শুরুর প্রস্তুতি নিলেও ফরাসি লিগ ওয়ান চলতি মৌসুম বাতিল ঘোষণা করেছে গত সপ্তাহেই। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজিকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলেও লিগের গোল্ডেন বুট জয়ী নির্বাচন নিয়ে বেশ কথা হচ্ছিল। সর্বোচ্চ গোল দাতা যে যৌথভাবে দুইজন।

করোনাভাইরাসের কারণে লিগের খেলা বন্ধ হওয়ার আগে পিএসজির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ১৮ গোল করেছিলেন। মোনাকোর উইসাম বিন ইয়াদেরও ১৮ গোল করেন। দুজনের মধ্যে লিগ ওয়ানের গোল্ডেন বুট জয়ী হিসেবে এমবাপেকে বেছে নিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মূলত উন্মুক্ত গোলে এগিয়ে থাকাতে এমবাপেকে বেছে নেওয়া হয়েছে। ১৮ গোলের মধ্যে ইয়াদের পেনাল্টি থেকে গোল করেছেন ৩টি। অপর দিকে এমবাপের সব গোলই উন্মুক্ত ভাবে করা। সেই কারণেই ফরাসি তরুণকে গোল্ডেন বুট জয়ী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

অবশ্য অন্যান্য জায়গাগুলোতেও এগিয়ে ছিলেন এমবাপে। ইয়াদের অ্যাসিস্ট করেছেন ৫টি, এমবাপে ৬টি। তাছাড়া ১৮ গোল করতে এমবাপে ম্যাচ খেলেছেন ২০টি, আর ইয়াদের খেলেছেন ২৫টি।

উল্লেখ্য, কিলিয়ান এমবাপে গত মৌসুমেও লিগে গোল্ডেন বুট জিতেছিলেন। ২৯ ম্যাচে ৩৩ গোল করেছিলেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ফুটবলার।

এমবাপে গোল্ডেন বুট পিএসজি লিগ ওয়ান

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর