Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপদগ্রস্ত খেলোয়াড়দের পাশে হকি খেলোয়াড় কল্যাণ সমিতি


৮ মে ২০২০ ১৭:৩২

স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: এমনিতেই দু’বছরের বেশি হলো লিগ হয় না দেশের হকিতে। করোনাক্রান্তি সেই কষ্টে আরো হাওয়া লাগিয়েছে হকি খেলোয়াড়দের জীবনেও। খেলাধুলা বন্ধ থাকায় আয়ের উৎস কমে যাওয়া এই লকডাউন অবস্থায় বিপদগ্রস্ত অবস্থায় পড়তে হচ্ছে খেলোয়াড়দের। তাদের পাশে এসে দাঁড়িয়েছে হকি খেলোয়াড় কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয়েছে উপহার সামগ্রী।

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন জায়গা থেকে যাঁরা আসতে পারেননি কুরিয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে তা।

খেলোয়াড় কল্যাণ সমিতির উপদেষ্টা আবু সায়েম শাহীন জানিয়েছেন, ‘প্রায় ৫০০ খেলোয়াড়কে সহায়তা করতে পারছি। খেলোয়াড় কল্যাণ সমিতি সব সময়ই খেলোয়াড়দের পাশে থাকবে। ভবিষ্যতে এমন আরো উদ্যোগ নেওয়া হবে। আগামী ঈদুল ফিতরের আগেই খেলোয়াড়দের আরেক দফা উপহার সামগ্রী পাঠাব আমরা।’
খেলোয়াড় কল্যাণ সমিতির হয়ে সরাসরি এ উদ্যোগে আরো ছিলেন সমিতির সভাপতি রাসেল খান বাপ্পি, সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স, শহীদুল্লাহ টিটু, মওদুদুর রহমান শুভ, রাহুল রায় ও মাকসুদ আলম হাবুল।

সারাবাংলা/জেএইচ

করোনা মানবিক উদ্যোগ হকি হকি খেলোয়াড় কল্যাণ সমিতি

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর