Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিক-আকবরদের ব্যাট নিলামে উঠছে শনিবার


৮ মে ২০২০ ১৭:০৫ | আপডেট: ৮ মে ২০২০ ২০:১৯

ঘোষণা ছিল আগেই। করোনাভাইরাসের এই মহাদুর্যোগে অসহায় মানুষদের সহায়তা করতে নিলামে উঠবে টাইগার দলের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহমানের ডাবল সেঞ্চুরি করা সেই ব্যাটটি। শুধু তাই নয়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেই স্মরণীয় ফাইনালে আকবর আলী যে ব্যাটে প্রতিরোধের দেয়াল তুলে বিশ্বচ্যাম্পিয়নশিপ ছিনিয়ে এনেছিলেন, সেই ব্যাটটিও একই উদ্দেশে উঠবে নিলামে।

সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। শনিবার (৯ মে) রাত ১০টায় শুরু হচ্ছে সেই নিলাম। মুশফিক-আকবরের ব্যাট ছাড়াও আরও কয়েকটি স্মরণীয় ম্যাচে ব্যবহৃত বেশ কয়েকজন ক্রিকেটারের ক্রিকেটীয় স্মারকও নিলাম হবে। নিলাম চলবে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত।

বিজ্ঞাপন

নিলামের বিষয়টি  সামনে রেখে অবশ্য বৃহস্পতিবার (৭ মে) ফেসবুক লাইভ আড্ডায় তুলে ধরেন মুশফিক নিজেই। ভক্তদের উদ্দেশে বলেন, ‘যত বেশি সম্ভব দামে ব্যাটটা কিনুন, এখান থেকে পাওয়া অর্থের পুরোটাই ব্যায় করা হবে করোনাভাইরাসের কারণে বিপদে পড়া মানুষদের সাহায্যে।’

তিন সপ্তাহ আগেই মুশফিক এই ঘোষণা দিয়ে রেখেছিলেন। বলেছিলেন, করোনা দুর্যোগে বিপদে পড়া মানুষদের সাহায্যে অর্থ সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশের হয়ে তার প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলবেন। মুশফিক আশা করছেন, নিলাম থেকে যে অর্থ আসবে, তাতে বেশ ভালোসংখ্যক মানুষকেই সহায়তা করা সম্ভব হবে।

মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাটের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারানো আকবর আলীর সেই স্মরণীয় ইনিংস খেলা ব্যাট, ওই ম্যাচে তার ব্যবহৃত গ্লাভস, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে তরুণ নাঈম শেখের ৮১ রানের ইনিংস খেলা ব্যাট এবং গত ওয়ানডে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মোসাদ্দেক হোসেনের ২৭ বলে ৫২ রানের দারুণ ইনিংস খেলা ব্যাট একই সঙ্গে নিলামে উঠবে। নিলাম চলছে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত।

বিজ্ঞাপন

পুরো উদ্যোগটি যৌথভাবে পরিচালনা করছে নিবকো স্পোর্টস ম্যানেজমেন্ট, ই-কমার্স প্রতিষ্ঠান ‘পিকাবু’ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। নিলাম থেকে মুশফিকের মতো বাকিদের ব্যাট ও স্মারক বিক্রির পুরো অর্থ ব্যয় করা হবে করোনায় বিপদে পড়া মানুষদের সাহায্যে। নিলামের বড় আকর্ষণ মুশফিকের ব্যাটই।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে এই ব্যাট দিয়ে ঠিক ২০০ রান করেছিলেন মুশফিক। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সেটা প্রথম ডাবল সেঞ্চুরির ঘটনা। এই ব্যাট দিয়ে পরে আরও স্মরণীয় কিছু ইনিংস খেলেছেন মুশফিক।

মিস্টার ডিপেন্ডেবল বৃহস্পতিবার লাইভে বলেন, ‘ব্যাটটি আমার কাছে স্পেশাল। এরকম একটা ইতিহাসের সঙ্গে নিজের নাম জড়িয়ে আছে ওই ব্যাট দিয়েই। অনেকের চাইলেও এমন কিছুর সৌভাগ্য হয় না। প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তো আর কেউ হতে পারবে না। আমার খুবই ভালোলাগার একটি ব্যাট এটি। কিন্তু মানুষের জীবনের চেয়ে বড় কিছু নেই। তাই এটিই নিলামে তুলতে যাচ্ছি। আমি বেশি মূল্য প্রত্যাশা করছি। কারণ যত বেশি মূল্য পাওয়া যাবে নিলামে, তত বেশি মানুষকে সহায়তা করা যাবে।’

আকবরের ব্যাট ক্রিকেটীয় স্মারক নিলামে টপ নিউজ নিলাম মুশফিকের ব্যাট

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর