Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় সিরিজ এগুনোর পরিকল্পনা ইংল্যান্ডের!


৮ মে ২০২০ ১৬:৪০ | আপডেট: ৮ মে ২০২০ ১৬:৪৮

করোনাভাইরাসের কারণে অন্যসব খেলাধুলার মতো ক্রিকেটও সেই মার্চের শেষভাগ থেকে বন্ধ। একের পর এক সিরিজ, টুর্নামেন্ট পিছিয়ে যাচ্ছে। এদিকে, ইংল্যান্ড অ্যান্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি) নাকি পরিকল্পনা করছে সিরিজ এগিয়ে আনার! ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে অনুষ্ঠেয় আয়ারল্যান্ড সিরিজ নিয়েই নাকি এমন চিন্তাভাবনা করছে ইসিবি।

করোনার কারণে এক বিজ্ঞপ্তিতে আগামী ১ জুলাই পর্যন্ত দেশে ক্রিকেট স্থগিত করেছিল ইংল্যান্ড। ইসিবি চাইছে, ওই সময়ের পরই যেন মাঠে ক্রিকেট ফেরানো যায়। জুলাই-আগস্টে দেশের মাটিতে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, দুই বড় দলের সঙ্গে সিরিজ খেলার আগে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে চায় ইংল্যান্ড। আইরিশদের বিপক্ষে প্রস্তুতিটা ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা ইংলিশদের।

আসন্ন এই সিরিজগুলোর জন্য ২৫ থেকে ৩০ জন ক্রিকেটারকে ৯ সপ্তাহের জন্য পরিবার থেকে আলাদা রাখার চিন্তা করছে ইসিবি, যেন ভাইরাসে আক্রান্ত হওয়া এবং ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করা যায়। ক্রিকেটে ফিরতে এই ‘ত্যাগ’ স্বীকার করতে রাজি ইংলিশ ক্রিকেটাররাও।

নিয়ম মেনে সব হলে আবারও ক্রিকেট ফেরানোর স্বার্থে সব ক্রিকেটারই এতে রাজি বলেছেন ইংলিশ পেসার মার্ক উড। তিনি বলেন, ‘পরিস্থিতি ঠিক থাকলে দলের সবাই ক্রিকেট খেলতে রাজি হবে। আমি বুঝতে পারছি, দীর্ঘ দিন পরিবার থেকে দূরে থাকতে হবে, যা অনেক কঠিন হবে। কিন্তু মাঠে ফিরতে পারাটা হবে ভালো একটি ব্যাপার।

বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবার থেকে দূরে থাকতেই হয়, সেই উদাহরণ টেনেছেন উড, ‘সফরে গেলে তো লম্বা সময়ের জন্য দূরে থাকার সঙ্গে অভ্যস্ত হতেই হয়। এটা খুই কঠিন হবে, কিন্তু যতক্ষণ পরিবেশ নিরাপদ, আমার পরিবার নিরাপদ এবং বাকি সবাই নিরাপদ থাকবে, সেক্ষেত্রে আমি এতে রাজি।’

বিজ্ঞাপন

আয়ারল্যান্ড সিরিজ ইংল্যান্ড ক্রিকেট দল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর