জুনে শুরু হচ্ছে লা লিগা!
৮ মে ২০২০ ১২:০৭ | আপডেট: ৮ মে ২০২০ ১৪:৫৮
ইউরোপে করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। ফলে অন্যান্য কার্যক্রমের মতো ইউরোপের জনপ্রিয় ফুটবল লিগগুলোও মাঠে ফেরানোর তোড়জোড় চলছে। এরই মধ্যে জার্মান বুন্দেসলিগা শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে চলতি মাসের ১৬ তারিখে। এবার ইউরোপের আরেক জনপ্রিয় ফুটবল লিগ স্প্যানিশ লা লিগা শুরুর তারিখও জানা যাচ্ছে। আর সেই তারিখটি হচ্ছে ২০ জুন!
লা লিগা কর্তৃপক্ষ অবশ্য এই তারিখ এখনো ঘোষণা করেনি। তারিখটি জানা গেছে লেগানেসের কোচ হাভিয়ের আগুরির কাছ থেকে। আর আগুরি বলছেন, লিগ কর্তৃপক্ষের কাছ থেকেই তিনি এই তারিখ জানতে পেরেছেন।
আগুরি জানান, তড়িঘড়ি করে লিগ শেষ করা হবে। ২০ জুন শুরু হয়ে শেষ হবে ২৬ জুলাই। তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে লিগ শুরুর তারিখ পেয়ে গেছি। ২০ জুন শুরু হচ্ছে লা লিগা। আর শেষ করা হবে পাঁচ সপ্তাহের মধ্যে, মানে ২৬ জুলাই।’
কিভাবে ম্যাচগুলো হবে, সেটাও নাকি জেনেছেন লেগানেস কোচ। তার ভাষ্যে, ‘খেলা হবে শনি-রবি আর বুধ-বৃহস্পতিবার। সব মিলে ১১টি ম্যাচ দিবস। লা লিগা কর্তৃপক্ষ আমাকে এটা জানিয়েছে। এই সিদ্ধান্তে আমি খুব খুশি। আমরা এরই মধ্যে অনুশীলনের সূচিও বানিয়ে ফেলেছি। আগামীকাল (শনিবার) আমরা অনুশীলন শুরু করব। ভাগ্য ভালো যে আমাদের দলের সবাই করোনা পরীক্ষায় উতরে গেছি।’
ক’দিন আগে শোনা গেল, করোনা পরবর্তী সময়ের ফুটবলে বেশ কিছু পরিবর্তন আনার চিন্তা করা হচ্ছে। তার মধ্যে একটি বদলি খেলোয়াড় বাড়ানো। এখন প্রতি ম্যাচে সর্বোচ্চ তিন বার খেলোয়াড় পরিবর্তনের নিয়ম আছে। এই সংখ্যা বাড়িয়ে পাঁচ করার চিন্তা করা হচ্ছে। করোনা পরবর্তী সময়ে ঘন ঘন ম্যাচ খেলতে হবে ফুটবলাদের। ফলে অতিরিক্ত চাপের কারণে খেলোয়াড়রা যেন চোটমুক্ত থাকতে পারেন, সে কারণেই এমন চিন্তা চলছে।
আগুরি আরেকটি কারণেও এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘এটা আমার কাছে খুব ভালো সিদ্ধান্ত মনে হয়েছে। কারণ প্রায় ৮০ দিন ঘরের চার দেয়ালে বন্দি থাকা খেলোয়াড়দের কাছ থেকে পুরো ৯০ মিনিট মাঠে থাকা আশা করা যায় না। এ ছাড়া চোট থেকে খেলোয়াড়দের বাঁচানোর বিষয়ও আছে।’