Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তোমার মুখে ঘুসি মারব: হেইডেন


৭ মে ২০২০ ১৩:৫৩ | আপডেট: ৭ মে ২০২০ ১৫:২৩

বর্তমান সময়ে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেল ম্যাথু হেইডেনকে বন্ধু বলে পরিচয় দেন। তবে ১৬ বছর আগে কিন্তু এমনটা ছিল না। সে সময় অস্ট্রেলিয়ান কিংবদন্তী ব্যাটসম্যান ম্যাথু হেইডেন ১৮ বছরের তরুণ পার্থিব প্যাটেলকে মুখে ঘুষে মারার হুমকি দিয়েছিলেন। অবশ্য তাতে প্যাটেলের দোষও ছিল সমানে সমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়কার কাহিনীটাই দর্শকদের সামনে জানালেন পার্থিব প্যাটেল।

বিজ্ঞাপন

ঘটনাটা ১৬ বছর আগে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের। প্রথমবারের মতো ভারত দলের অংশ হয়ে অস্ট্রেলিয়া সফরে যান প্যাটেল। দলের নিয়মিত সদস্যও ছিলেন না সে সময়। এমনকি একাদশেও ছিলেন না যে ম্যাচে ওই ঘটনা ঘটেছিলে। সেই ম্যাচে ১২তম সদস্য হিসেবে খেলোয়াড়দের জন্য পানি টানার কাজ করছিলেন প্যাটেল।

ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচে ১২তম সদস্যের দায়িত্ব পালন করছিলেন প্যাটেল। বাকিটা শুনুন প্যাটেলের ভাষাতে, ‘আমি ব্রিসবেনে পানি টানছিলাম, আর ওই ম্যাচে ইরফান পাঠান ম্যাথু হেইডেনকে আউট করে দিয়েছিল। আর তার আগেই অবশ্য শতকও হাঁকিয়েছিল হেইডেন। আউট হওয়ার আগে ১০৭ বলে ১০৯ করেছিল সে।’

প্যাটেল আরো বলেন, ‘ম্যাচের টান টান মুহুর্ত তখন, আমাদের দেওয়া ৩০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১০৭ বলে ১০৯ করে ইরফান পাঠানের বলে আউট হয়ে ফিরছিল হেইডেন। ম্যাচের ওই মুহুর্তে আউট হয়ে যাওয়ায় সে কিছুটা রাগের মধ্যে ছিল। আর ওই সময় আমি তার সামনে গিয়ে “উহুহু উহুহু” করে উজ্জাপন করছিলাম। আমার উপর ও অনেক রেগে গিয়েছিল। সে আমার জন্য ড্রেসিং রুমের টানেলে দাঁড়িয়েছিল।’

‘টানেলে দাঁড়িয়ে থাকা থেকে আমাকে দেখে আমার দিকে এগিয়ে এসে রাগ্নিত চেহারায় বললো, তুমি যদি আর কখনো এমন করেছো তো আমি তোমার মুখে একটা ঘুষি মারব। আমি তখন ওর কাছে দুঃখ প্রকাশ করলাম। আমি সেখানে দাড়িয়েছিলাম আর হেইডেন চলে গেল।’

এরপরে অবশ্য আইপিএলে খেলার সুবাদে হেইডেনের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব হয়েছিল পার্থিব প্যাটেলের। আইপিএল থেকে অবসর নেওয়ার পরেও হেইডেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে প্যাটেলের সঙ্গে।

বিজ্ঞাপন

পার্থিব প্যাটেল ভারত বনাম অস্ট্রেলিয়া মুখে ঘুষি ম্যাথু হেইডেন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর