স্বাস্থ্যকর্মীদের জন্য অর্থ সংগ্রহে ম্যারাথনে বেন স্টোকস
৬ মে ২০২০ ১৩:৪০ | আপডেট: ৬ মে ২০২০ ১৪:০৬
করোনাভাইরাস বেশ জেঁকে বসেছে বৃটেন জুড়ে। ইতোমধ্যেই প্রায় ৩০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আর এই ভাইরাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে সুস্থ করে তুলতে লড়েছে স্বাস্থ্যকর্মীরা। তাই তো তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন ইংলশদের বিশ্বকাপ জেতানো বেন স্টোকস। মঙ্গলবার ১ ঘণ্টা ৩৯ মিনিট দৌড়েছেন তিনি। এখান থেকে সংগ্রহ করা অর্থের পুরোটাই প্রদান করবেন ন্যাশনাল হেলথ সার্ভিসকে (এনএইচএস)।
ইংলিশ এই তারকা ক্রিকেটার নিজের বাড়ির পাশ থেকে উত্তর-পূর্ব দিকে ১ ঘণ্টা ৩৯ মিনিট দৌড়ান স্টোকস। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের দৌড়ানোর ভিডিও পোস্টও করেছেন তিনি। তিনজন রুকি ক্রিকেটার এই দারুণ বুদ্ধি নিয়ে এসেছেন। স্বাস্থ্যকর্মীদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য ‘ন্যাশনাল হেলথ সার্ভিস এবং সেই সঙ্গে ন্যাশনাল চিল্ড্রেন্স ক্রিকেট চ্যারিটি চান্স টু শাইন’ সকলকে ম্যারাথনে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন বেন স্টোকস। আর সেই সঙ্গে সকল সমর্থককেও এখানে দান করার জন্য অনুরোধ করেছেন।
স্টোকস বলেন, ‘এটা আসলে অনেক কঠিন ছিল। আপনারা সবাই দয়া করা দান করুন। যে যেভাবে পারেন সাহায্য করুন। এটা সকলের ভালোর জন্য।’
চান্স টু শাইন’র প্রধান নির্বাহী লউরা কর্ডিংলে বলেন, ‘যারা এই ম্যারাথনের বুদ্ধি নিয়ে এসেছে তাদের বিষয়টি দেখে এগিয়ে আসাটা স্টোকসের মহানুভবতা। এটা আসলেই দারুণ। আমি জানি সে ইচ্ছা করলে নিজেই অনেক অর্থ সংগ্রহ করতে পারতো নিজের নাম ব্যবহার করে। কিন্তু এই সংস্থার পাশে এসে দাঁড়ানোর বিষয়টা সত্যিই দুর্দান্ত এবং খুবই মহানুভবতা।’
ইংল্যান্ডে করোনাভাইরাসের কারণে আগামি ১ জুলাই পর্যন্ত সব ধরনের ক্রিকেট স্থগিত ঘোষণা করা হয়েছে।
অর্থ সংগ্রহে ন্যাশনাল হেলথ সার্ভিস ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) বেন স্টোকস ম্যারাথনে অংশগ্রহণ