দর্শকপূর্ণ স্টেডিয়ামেই হবে কোপা দেল রে’র ফাইনাল
৫ মে ২০২০ ১৯:০২ | আপডেট: ৫ মে ২০২০ ১৯:১৬
রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদ কিংবা বার্সেলোনা ছাড়া শেষবার স্প্যানিশ কোপা দেল রে’র ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ১২ বছর আগে ২০০৭/২০০৮ মৌসুমে। এরপর টানা এই তিন জায়ান্ট ক্লাবের কেউ না কেউ খেলেছে কোপা দেল রে’র ফাইনাল। তবে ২০১৯/২০২০ মৌসুমে এসেছে আবারো সেই সুযোগ। রিয়াল মাদ্রিদকে হারিয়ে রিয়াল সোসিয়েদাদ এবং বার্সেলোনাকে হারিয়ে অ্যাতলেটিক ক্লাব বিলবাও ফাইনালে পা রাখে। আর তাই তো কোপা দেল রে’র ফাইনাল ঘিরে বাড়তি উত্তেজনার সৃষ্টি হয়।
গত এপ্রিলের ১৮ তারিখ কোপা দেল রে’র এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এর মাঝেই ইউরোপ জুড়ে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে এবং ফুটবল থেকে শুরু করে সাধারণ জনজীবনও স্থবির হয়ে পড়ে। বাধ্য হয়ে স্থগতি করে দেওয়া হয় কোপা দেল রে’র ফাইনালও। অবশেষে ফুটবল ফেরার তোরজোড় শুরু করেছে ইউরোপের ফুটবল ফেডারেশন গুলো। তাই তো কোপা দেল রে’র ফাইনাল নিয়ে আবারও নড়েচড়ে বসেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
ইতোমধ্যেই জার্মান বুন্দেস লিগা মাঠে ফেরানোর অনুমতি দিয়েছে জার্মান সরকার। এবার কোপা দেল রে’র দুই ফাইনালিস্ট দলের কাছে জানরে চাওয়া হয়েছিল ফাইনাল সম্পর্কে তারা কি ভাবছে। রিয়াল সোসিয়েদাদ এবং অ্যাতলেটিকো ক্লাব বিলবাও তাদের মতামত জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এবং দুই ক্লাব একমতে পৌঁছেছে এ ব্যাপারে।
দুই ক্লাবের প্রেসিডেন্ট জানিয়েছে তারা দর্শকদের মাঠে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে রাজী আছে। আবার উয়েফার নিয়মানুযায়ী নতুন মৌসুম শুরু আগেই শেষ করতে হবে এই ফাইনাল। কারণ এই ফাইনালের জয়ী দল সরাসরি ইউরোপা লিগের টিকিত হাতে পেয়ে যাবে। অন্যদিকে ক্লাব দুইটি দর্শকদের মাঠে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে সম্মত অর্থাৎ দুই ক্লাবই মাঠে দর্শকদের উপস্থিতিতে ফাইনাল খেলার ব্যাপারে সম্মত হয়েছে।
দুই ক্লাব জানিয়েছে, ‘আমরা আমদের সমর্থকদের সঙ্গে নিয়ে এই ফাইনাল খেলতে সম্মত হয়েছি। আর সেই সঙ্গে আমাদের দাবি ভিন্ন তারিখে এই ফাইনাল খেলা হলেও স্প্যানিশ ফুটবল ফেডারেশন যেন এই শিরোপাটি অফিসিয়াল শিরোপা হিসেবে ঘোষণা দেয়।’
অ্যাথলেটিক ক্লাব বিলবাও বনাম রিয়াল সোসিয়েদাদ কোপা দেল রে ফাইনাল দর্শকপূর্ণ মাঠে স্প্যানিশ কোপা দেল রে