Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ মে ফিরছে জার্মান বুন্দেস লিগা


৫ মে ২০২০ ১৬:২৬

করোনাভাইরাসের প্রভাবে গত মার্চের ৮ তারিখ থেকে স্থগিত ছিল জার্মান বুন্দেস লিগা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার পর মে মাসে এসে আলোচনায় আসে নতুন করে বুন্দেস লিগা শুরু করার। এত দিন ধরে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল বুন্দেস লিগা কর্তৃপক্ষ। অবশেষে মিলল সরকারের সবুজ সংকেত। জার্মান সরকার আগামি ১৫ মে থেকে বুন্দেস লিগা শুরু করার অনুমতি প্রদান করেছে।

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল জার্মান বুন্দেস লিগা শুরু করার অনুমতি প্রদান করেছেন বলে জানিয়েছে ডেইলি মেইল।

বিজ্ঞাপন

তবে বুন্দেস লিগা ফিরলেও এখনই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও জানা গেছে। এছাড়া আগামি ১১ মে থেকে জার্মানির প্রয়োজনীয় দোকান খুলে দেওয়ারও ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

এর আগে অনুশীলনে ফেরার পর করোনাভাইরাসের পরীক্ষায় দেখা মেলে খেলোয়াড়দের শরীরে করোনার উপস্থিতি। সব মিলিয়ে মোট ১০জন ফুটবলারের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তবে এত কিছুর পরেও আগামি ১৫ মে থেকে বুন্দেস লিগা পুনরায় শুরু করার অনুমিত দিয়েছে জার্মান সরকার।

১৫ মে জার্মান বুন্দেস লিগা মাঠে ফিরছে শুরু হচ্ছে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর