Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাভির অনুরোধে ইতোকে বার্সায় রাখেন গার্দিওলা


৫ মে ২০২০ ১৭:৫৪ | আপডেট: ৫ মে ২০২০ ১৯:৩৫

করোনাকালে ইনস্টাগ্রাম লাইভ আড্ডায় যুক্ত হয়েছিলেন বার্সেলোনার স্প্যানিশ কিংবদন্তী মিডফিল্ডার জাভি হার্নান্দেজ এবং ক্যামেরুনের তারকা স্ট্রাইকার স্যামুয়েল ইতো। সেখানেই জাভি ইতোকে জানালেন এক গোপন তথ্য। ২০০৮ সালে পেপ গার্দিওলা যখন বার্সেলোনার কোচের দায়িত্ব গ্রহণ করেন তখন তিনি ইতোকে বিক্রি করে দিতে চেয়েছিলেন। আর সে সময়ই ইতোর ত্রাণকর্তা হয়ে এসেছিলেন জাভি হার্নান্দেজ। ইতোকে বার্সায় রাখতে পেপ গার্দিওলাকে অনুরোধ করেছিলেন জাভি। শেষ পর্যন্ত অবশ্য জাভির কথা রেখেছিলেন গার্দিওলা। আর গার্দিওলার বার্সার হয়ে ইতিহাস গড়তে ইতো পালন করেছিলেন সম্মুখ যোদ্ধার ভূমিকা।

বিজ্ঞাপন

২০০৮ সালে পেপ গার্দিওলাকে বার্সেলোনার প্রধান কোচ হিসেবে ঘোষণা করার পর দলকে ঢেলে সাজান গার্দিওলা। দলের অনেক খেলোয়াড়কে বিদায় জানিয়েছিলেন সে সময় গার্দিওলা। আর পেপ’র সেই তালিকায় নাম উঠেছিল ক্যামেরুনের তারকা স্ট্রাইকার স্যামুয়েল ইতোরও।

ইনস্টগ্রাম লাইভে এ সম্পর্কে জাভি বলেন, ‘ইতো তুমি বার্সা থেকে বিদায় নেওয়ার অনেক কাছে ছিলেন। আমরা গার্দিওলাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে তোমাকে বার্সায় থাকতেই হবে কারণ তুমি দুর্দান্ত এক গোলকারী খেলোয়াড়।’

জবাবে ইতো বলেন, ‘তোমাদের ধন্যবাদ যে তোমরা গার্দিওলাকে বোঝাতে সক্ষম হয়েছিলে। আর পেপ আমাকে বার্সায় খেলার সুযোগ দিয়েছিল।’

ঠিক কি কারণে দুর্দান্ত ফর্মে থাকা ইতোকে বার্সেলোনা থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন পেপ সে বিষয়টিও জানালেন জাভি। তিনি বলেন, ‘ইতোর ব্যবহারের কারণে তাকে দল থেকে বিদায় করার তালিকায় নাম দিয়েছিল গার্দিওলা। আসলে আমাদের কোনো মানুষ সম্পর্কে কোনো মন্তব্য করার আগে তাকে জানতে হবে। সামনে সামনে সে আসলে কেমন সে সম্পর্কে আগে বুঝতে হবে। আমি ইতোর সম্পর্কে অনেক খারাপ কথা বলতে পারি কিন্তু সবার আগে আমাকে জানতে হবে একজন মানুষ হিসেবে ইতো কেমন।’

সব শেষে অবশ্য ইতোকে অনেক ধন্যবাদ জানিয়েছেন জাভি। বলেছেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ যে শেষ পর্যন্ত তুমি বার্সায় ছিলে। আর আমরা এক সঙ্গে অনেক ট্রফি জিততে পেরেছি।’

ক্যামেরুনের স্ট্রাইকে স্যামুয়েল ইতো একমাত্র খেলোয়াড় হিসেবে টানা দুইবার ট্রেবল জয় করেছিলেন। ২০০৯ সালে বার্সেলোনার হয়ে লা লিগা, স্প্যানিশ কোপা দেল রে এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন। আর এর ঠিক পরের বছর ইন্টার মিলানের হয়ে সিরি আ, কোপা ইটালিয়া এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন তিনি। এছাড়াও ২০০৯ সালে গার্দিওলার সঙ্গে এবং ২০১০ সালে হোসে মোরিনহোর অধীনে খেলেছিলেন স্যামুয়েল ইতো।

বিজ্ঞাপন

জাভি হার্নান্দেজ দলে রাখতে পেপ গার্দিওলা বার্সেলোনা স্যামুয়েল ইতো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর