Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাই তিন নম্বর হবে নাকি? মাশরাফিকে তামিম


৫ মে ২০২০ ০২:০০

ক্রিকেটার কিংবা সাংসদ মাশরাফি যত গুরুগম্ভীরই হোন না কেন, মানুষ মাশরাফি কিন্ত সম্পূর্ণ উল্টো। একবারে ফুল প্যাক বিনোদন যাকে বলে। আড্ডা জমিয়ে তুলতে যার জুরি মেলা সত্যিই ভার। মজার মজার কথায় যিনি হয়ে উঠেন যে কোনো আড্ডার মধ্যমণি। এই যেমন আজকের কথাই ধরা যাক না। তামিম ইকবালের সঙ্গে ফেইসবুক লাইভে এসেছিলেন লাল সবুজের ক্রিকেটের দিন বদলের এই দলপতি। শুরুতে ক্রিকেট নিয়ে গুরুগম্ভীর আলোচনা করলেও শেষটা করলেন দারুণ মজার মজার কথা দিয়ে।

বিজ্ঞাপন

শুরুটা অবশ্য করেছিলেন তামিম ইকবাল। জানতে চাইলেন, ‘ভাই, তিন নম্বর হবে নাকি?’ অর্থাৎ তামিম জানতে চেয়েছেন মাশরাফির তিন নম্বর সন্তান আসছে কীনা। প্রশ্নটি শুনে তাৎক্ষণিক বুঝে উঠতে না পারলেও চকিতেই নিজেকে সামলে নিয়ে চিরায়ত মজার হাসিটি দিয়ে ম্যাশ বললেন, ‘তোদের ভালো সুযোগ আছে, দেখ। চেষ্টা কর। আমি মুশফিককে বলেছি, এটাই সেরা সুযোগ । তুই যেভাবে ট্রেনিং করিস, বাসায় তো থাকিসই না। এটাই সবচে ভালো সময়। তুই একটা সুযোগ নিয়ে নে।’

বিজ্ঞাপন

শেষ হতেই তামিম স্মিত হেসে বললেন, ‘আপনি নিতে পারেন, ভাই।’ এবার মুশফিক থেকে রাডার ঘুরিয়ে মাশরাফি নিলেন খোদ প্রশ্নকর্তা তামিমের দিকে। বললেন, ‘দেখি, আল্লাহ ভরসা। দোয়া করিস। তবে তুই লকডাউনের মধ্যে আরেকটা ট্রাই করিস।’

সোমবার (৪ মে) রাত পৌনে ১১টায় তামিম ইকবালের ফেইসবুক পেইজে প্রায় ঘণ্টাব্যাপী আড্ডা দিয়েছেন মাশরাফি। যে আড্ডা দেখতে চোখ রেখেছিলেন প্রায় ১ লাখ (৯৯৮০০) দর্শক।

তামিম ইকবাল ফেইসবুক লাইভ আড্ডায় মাশরাফি বিন মুর্ত্তজা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর