Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকালে ক্রিকেটার, আম্পায়ারদের পিসিবি’র আর্থিক সাহায্য


৪ মে ২০২০ ১৯:২২

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব ক্রীড়াঙ্গনে স্থবিরতা নেমে এসেছে। আর তাতে থেমে গেছে গোটা বিশ্বের ক্রিকেটও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট সব কিছুই বন্ধ। আর তাতেই যেকোনো ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটার এবং ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। করোনার এমন দুর্যোগের সময় প্রথম শ্রেণির ক্রিকেটার, আম্পায়ার এবং স্কোরারদের সাহায্যে এগিয়ে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি।

বিজ্ঞাপন

পিসিবির তরফ থেকে জানানো হয় যেসকল ক্রিকেটাররা প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন, ম্যাচ অফিসিয়ালসরা এবং গ্রাউন্ডসম্যানরা আছেন তাদের সবাইকে আর্থিক সাহায্য দেওয়া হবে। প্রথম শ্রেণির ক্রিকেটাররা পাবেন ২৫ হাজার রুপি, ম্যাচ অফিসিয়ালরা আবে ১৫ হাজার রুপি এবং গ্রাউনডসম্যানরা পাবেন ১০ হাজার রুপি করে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় ঈদের আগেই যারা এই সাহায্যের অংশীদার তাদের সবাইকে প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়া হবে। সম্প্রতি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ‘কারা এই সাহায্য পাবে তাদের নাম বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করা হবে না। তবে যারা এই সাহায্য পাবে তাদের কাছে তা পৌছে দেওয়া হবে।’

করোনা দুর্যোগের সময় এর মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড সেদেশের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি রুপি প্রদান করেছে। এছাড়াও পাকিস্তানের সাবেক এবং বর্তমান অনেক ক্রিকেটার সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন। এই কারণে পিসিবি প্রধান এহসান মানি শহীদ আফ্রিদি, আজাহার আলী, সরফরাজ আহমেদকে ধন্যবাদ জানিয়েছেন।

মানি বলেন, ‘এটা দেখে অনেক ভালো লাগছে যে অনেক ক্রিকেটার সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসছে। অনেকে তাদের প্রিয় সামগী নিলামে তুলতে চাইছেন এবং সাধারণ মানুষকে সাহায্য করতে চাইছেন।’

মানি ক্রিকেটারদের প্রশংসা করে আরো বলেন, ‘আমি জানি অনেক ক্রিকেটার গোপন ভাবে অনেক দান করছেন। অনেক সাধারণ মানুষকে সাহায্য করছেন। কিন্তু আমি আলাদাভাবে ধন্যবাদ জানাতে চাই শহীদ আফ্রিদি, রুমান রায়েস এবং আজাহার আলী এবং সেই সঙ্গে আরো যারা সামনে থেকে এবং পেছন থেকে সাহায্য করে যাচ্ছে তাদের সকলকে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য পাকিস্তান এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ১শ ৮৬ জন আর মারা গেছেন ৪শ ৬২ জন।

আম্পায়ারদের আর্থিক সাহায্য করনাভাইরাস করোনাকালে ক্রিকেটারদের আর্থিক সাহায্য পাকিস্তান ক্রিকেট বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর