মায়ের জন্য রোনালদোর মার্সিডিজ উপহার
৪ মে ২০২০ ১৩:৩৯ | আপডেট: ৪ মে ২০২০ ১৩:৫০
সামনেই আসছে বিশ্ব মা দিবস, অবশ্য এর আগেই মা দিবস পালন করে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার মা মারিয়া ডোলোরসকে মা দিবসের আগেই উপহারে ভরিয়ে দিলেন রোনালদো এবং তার ভাই। বিভিন্ন উপহার সামগ্রীর মধ্যে মারিয়া ডোলোরস ইনস্টাগ্রামে ছবি দিয়ে দেখিয়ে দিলেন তার ছেলেরা তাকে নতুন একটি মার্সিডিজ গাড়ি উপহার দিয়েছেন।
ডোলোরস ইনস্টাগ্রামে লেখেন, ‘আমার ছেলেদের অনেক ধন্যবাদ আজকে আমি যত উপহার পেয়েছে সব উপহারের জন্য। সেই সঙ্গে পৃথিবীর সকল মাকে জানাই মা দিবসের শুভেচ্ছা।’ ইনস্টাগ্রামে নতুন উপহার পাওয়া মার্সিডিজের সঙ্গে ছবি তুলে এটাই লিখেছেন রোনালদোর মা।
জুভেন্টাসের তারকা ফুটবলার ১ লাখ ইউরো দামের মার্সিডিজ তার মাকে উপহার দিয়েছেন। এর পেছনে কেবল মা দিবসই নয়, রয়েছে আরো একটি কারণ। রোনালদোর মা ঠিক দুই মাস আগে হার্ট অ্যাট্যাকের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর সেরে ওঠার পর রোনালদো এবং তার ভাই তাদের মাকে একটু বিশেষ কিছু দিতে চেয়েছিলেন। তাই তো ১ লাখ ইউরোর মার্সিডিজ গাড়ি উপহার দিয়ে মাকে চমকে দিয়েছেন রোনালদো এবং তার ভাই।