হ্যাটট্টিক বল নিলামে তুলছেন তাসকিন
৩ মে ২০২০ ১৭:৫৭ | আপডেট: ৩ মে ২০২০ ১৮:৪৫
করোনায় সৃষ্ট দেশের স্থবির অর্থনৈতিক পরিস্থিতিতে দুঃস্থদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এদেশের ক্রিকেটাররা। কেউ সরাসরি আর্থিক সহযোগিতা দিয়েছেন, কেউ খাবার কিনে দিয়েছেন, কেউ দিয়েছেন দুটোই। আবার কেউবা স্মারক নিলামে তুলেছেন। এই তালিকায় যুক্ত হলেন তাসিকন আহমেদ। ২০১৭ সালের ২৮ মার্চ ডাম্বুলায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে করা হ্যাটট্টিক বলটি নিলামে তুলতে যাচ্ছেন জাতীয় দলে নিয়মিত হওয়ার চেষ্টায় থাকা এই গতি তারকা।
রোববার (৩ মে) সারাবাংলাকে তাসকিন নিজেই খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, করোনায় দুঃস্থদের পাশে দাঁড়াতেই শ্রীলঙ্কার বিপক্ষে করা হ্যাটট্টিক বলটি নিলামে তুলতে চাইছি। এখান থেকে যে টাকা আসবে এর ২০ ভাগ আমি নিজে দুঃস্থদের মধ্যে বিতরণ করব। বাকি ৮০ ভাগেরর ৪০ ভাগ নড়াইল এক্সপ্রেস ও ৪০ ভাগ সাকিব আল হাসান ফাউন্ডেশনে দিব। যাতে করে ওখান থেকে মাশরাফি ভাই (মাশরাফি বিন মুর্ত্তজা) ও সাকিব ভাই (সাকিব আল হাসান) দুঃস্থদের সহায়তা দিতে পারে।’
করোনাকালে দুঃস্থদের সাহায্যার্থে ইতোমধ্যেই নিজের বিশ্বকাপ ব্যাট নিলামে তুলেছেন সাকিব আল হাসান। তুলতে যাচ্ছেন; মাশরাফি বিন মুর্ত্তজা, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটসন দাস, আকবর আলী ও নাঈম শেখ।
আরো পড়ুন:
দুঃস্থদের জন্য নিলামে মুশি’র ব্যাট
করোনা মোকাবিলায় স্মরণীয় ব্যাট নিলামে তুলবেন নাঈম
করোনাকালে স্মারক নিলামে তুলছেন আরো চার ক্রিকেটার
১৬ বছরের সঙ্গীকে নিলামে তুলছেন মাশরাফি
সাকিবের ব্যাট বিক্রি হলো ২০ লাখ টাকায়
তাসকিন আহমেদ নিলামে তুলছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল হ্যাটট্রক বল