Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকালে ৭৬ ক্লাবে বিসিবি সভাপতির উপহার


৩ মে ২০২০ ১৬:৫১ | আপডেট: ৩ মে ২০২০ ১৯:০৬

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট স্থবির অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের ক্রিকেটাঙ্গনের সকল অসচ্ছল ক্রিকেটারের প্রতিই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বাদ যাননি ক্রিকেট বোর্ডের অপেক্ষাকৃত স্বল্প বেতনভোগী কর্মচারীরাও। এবার দেশের ৭৬টি ক্লাবের জন্য উপহার পাঠালেন লাল সবুজের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই প্রধান।

প্রিমিয়ার ক্রিকেট লিগের ১২টি ক্লাব, প্রথম বিভাগের ২০টি ক্লাব, দ্বিতীয় বিভাগের ২০টি এবং তৃতীয় বিভাগের ২৪টি দল মিলে মোট ৭৬টি ক্রিকেট ক্লাবের অফিস স্টাফ, টিম বয় ও অন্যান্য কর্মচারীদের জন্য বিশেষ সাহায্য প্রদান করেছে বিসিবি। তবে একে সহযোগিতা না বলে বোর্ড প্রধান উপহার নামেই পাঠিয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

                             পড়ুন: এবার নারী ক্রিকেটারদের জন্য বিসিবি’র আর্থিক সহযোগিতা ঘোষণা

শনিবার (২ মে) সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিশ) সদস্য সচিব আলী হোসেন।

                     আরও পড়ুন: চুক্তির বাইরের ক্রিকেটারদের জন্য বিসিবি সভাপতির আর্থিক সহযোগিতা

তিনি বলেন, ‘ঢাকার মোট ৭৬টি ক্লাবের অফিস স্টাফ, কর্মচারী, টিমবয় ও ম্যাসাজ ম্যানদের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন। প্রতিটি ক্লাবে ৩০টি করে প্যাকেট পাঠানো হয়েছে। সেখানে চাল, ডাল, আটা, তেল, পেয়াজ, মরিচ ও সাবানসহ প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।’

তিনি আরও জানান, ‘ইতোমধ্যেই বিসিবি অফিস থেকে কিছু সামগ্রী বণ্টন হয়ে গেছে। তবে বেশিরভাগ ক্লাবের বিশেষ করে জুনিয়র ডিভিশনের সব ক্লাবের উপহার সামগ্রী সিসিডিএমের কাছে গচ্ছিত রয়েছে। এটা সংশ্লিষ্ট ক্লাবের স্টাফদের কেউ এসে নিয়ে যেতে পারবে।’

বিজ্ঞাপন

ক্লাবদের উপহার নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর