Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিকের ব্যাট কিনতে চান তামিম


৩ মে ২০২০ ১৩:১১ | আপডেট: ৩ মে ২০২০ ১৬:১৩

করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে বিপদে পড়া মানুষদের সাহায্যে তহবিল গঠনের জন্য দেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানালেন, মুশফিকের ব্যাট কেনার জন্য তিনি নিজেও নিলামে অংশ নিবেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (০২ মে) রাতে ইনস্টাগ্রাম লাইভে আসেন দুই বন্ধু। সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে এবং বিভিন্ন বিষয়ে আলাপকালে অনেক রাখঢাক রাখতে হয় ক্রিকেটারদের। কিন্তু সামাজিক যেগাাযোগমাধ্যমের লাইভ আড্ডায় অত রাখঢাক করেননি দুজন। ক্যারিয়ারের বিভিন্ন সময়ের তাদের আলোচনা ছিল ভীষণ উপভোগ্য ও হাস্যরসে ভরপুর।

বিজ্ঞাপন

মুশফিকের ব্যাট নিলামে তোলার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। ব্যাটের নিলামের প্রসঙ্গে তামিম বলেন, ‘বাংলাদেশের হয়ে টেস্টে হয়ত আরও অনেকে ডাবল সেঞ্চুরি করবে। কিন্তু প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলি তুই। সেটা কেউ ভাঙতে পারবে না। এমন একটা ব্যাট নিলামে তুলবি। কীভাবে নিলামটা হবে।’

জবাবে মুশফিক জানান নিলামের বিস্তারিত, ‘খুব শিগগিরই অনলাইনে নিলামে তোলা হবে ব্যাটটি, একটি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে। কাজ গুছিয়ে আনা হচ্ছে। আমি অনুরোধ করব, আমার ব্যাট এমন চিন্তা করে নয় অসহায়দের সহায়তা করা হবে এই চিন্তায় যত বেশি সম্ভব মূল্যে সামর্থ্যবানরা যেন ব্যাটটি কিনে নেয়। তাহলে মানুষের উপকার বেশি হবে।’

মুশফিক তামিমকে উদ্দেশ্য বলে বসেন, ‘ব্যাটটি তুইও তো কিনতে পারিস।’ জাবাবে তামিম জানালেন, ব্যাট কেনার চেষ্টা করবেন এমন চিন্তা তিনি আগে থেকেই করে রেখেছেন। তামিম বলেন, ‘সত্যি বলতে, আমি আগেই ঠিক করেছি যে আমি চেষ্টা করব (নিলাম থেকে ব্যাট কেনার)। আমি বিড করব, যদি আমার সাধ্যের মধ্যে থাকে।’

বিজ্ঞাপন

করোনা মোকাবিলা করোনাভাইরাস তামিম ইকবাল নিলামে ব্যাত কিনতে চান মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর