করোনা মোকাবিলায় স্মরণীয় ব্যাট নিলামে তুলবেন নাঈম
৩০ এপ্রিল ২০২০ ১৯:৩৮ | আপডেট: ৩০ এপ্রিল ২০২০ ২০:৪৩
২০১৯ সালের ভারত সফরটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার যন্ত্রণা নিয়ে ভারতে গিয়ে দুই টেস্টের দুটিতেই ইনিংস ব্যবধানে হারার আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হেরেছিল টাইগাররা (২-১ ব্যবধানে)। তবে ব্যক্তিগতভাবে তরুণ নাঈম শেখের জন্য সফরটা কেটেছে দুর্দান্ত। টি-টোয়েন্টি সিরিজের প্রতি ম্যাচেই রান পাওয়া নাঈম তৃতীয় টি-টোয়েন্টিতে ৮১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে সবার নজর কেড়েছিলেন। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নাঈমের সেরা ইনিংস এটিই। করোনা মোকাবিলায় তহবিল সংগ্রহে লক্ষ্যে ওই ইনিংস খেলা ব্যাটটি নিলামে তুলবেন তরুণ বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে নাঈম নিজেই জানিয়েছেন এই কথা। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের ফেসবুক পেজে নাঈম লিখেছেন, ‘আমার সংক্ষিপ্ত ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা অর্জন ভারতের বিপক্ষে নাগপুরে ৮১ রানের ইনিংসটি। যেই ব্যাট দিয়ে এই ইনিংস খেলেছি করোনায় আক্রান্তদের সেবায় সেটি নিলামে তুলছি আমি। এখান থেকে পাওয়া সমুদয় অর্থই ব্যয় করা হবে চলমান মহামারিতে ক্ষতিগ্রস্তদের জন্য। তাই সকলের কাছে আবেদন করছি বেশি বিড করে বেশি দামে ব্যাটটি কেনার জন্য। মানুষ মানুষের জন্য।’
তরুণ ক্রিকেটার সারাবাংলা ডটনেটকে বলেছেন বৃহৎ পরিসরে সাহায্যের লক্ষ্যেই মূলত স্মরণীয় ওই ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নাঈম বলেন, ‘এই বিপদের সময়ে মানুষকে যদি বৃহৎ পরিসরে একটু সাহায্য করতে পারি সেই ভাবনা থেকেই আসলে এই উদ্যোগ নেওয়া।’
উল্লেখ্য, নাগপুরের ওই ম্যাচে শেষ পর্যন্ত ৩০ রানে হেরেছিল বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে ১৭৪ রান তোলে স্বাগতিক ভারত। পরে দ্বীপক চাহারের ভয়ঙ্কর বোলিংয়ে ১৪৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ, যার ৮১-ই এসেছে নাঈমের ব্যাট থেকে। ওপেনিংয়ে নেমে ৪৮ বল খেলে ১০টি চার ২টি ছক্কায় এই রান করেন নাঈম।
চলমান করোনা দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে অনেক ক্রিকেটারই নিজের প্রিয় ব্যাট বা স্মরণীয় ক্রিকেটীয় স্মারক নিলামে তুলছেন। গত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা ব্যাটটি নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান, যেটি বিক্রি হয় ২০ লাখ টাকায়। সাবেক দুই অধিনায়ক মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল রেকর্ডগড়া ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।
এদিকে, বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবর আলী আজ ক্রিকেটীয় স্মারক নিলামে তোলার কথা জানিয়েছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল খেলা জার্সি ও গ্লাভস নিলামে তুলবেন বলে জানিয়েছেন আকবর।
বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ব্যাট নিলামে মোহাম্মদ নাঈম শেখ