বিশ্বকাপ ফাইনালের জার্সি-গ্লাভস নিলামে তুলছেন আকবর
৩০ এপ্রিল ২০২০ ১৫:০১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২০ ১৭:২০
করোনাভাইরাসে সৃষ্ট অর্থনীতিক পরিস্থিতিতে শুরু থেকেই সক্রিয় অংশ নিয়েছেন এদেশের ক্রিকেটাররা। ব্যক্তিগত উদ্যোগ থেকে শুরু করে দলীয় উদ্যোগে দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন, বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। কেউ বা ব্যক্তিগত স্মারক নিলামে তুলেছেন। আবার কেউ তুলবেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী দলের অধিনায়ক আকবর আলী। বিশ্বকাপ ফাইনালে তার ব্যবহৃত জার্সি ও গ্লাভস তিনি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। সেখান থেকে পাওয়া অর্থ ব্যয় করবেন দুঃস্থদের সাহায্যার্থে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের ফেইসবুকে তিনি এই ঘোষণা দিয়েছেন আকবর।
পোস্টে তিনি লিখেছেন, ‘নিঃসন্দেহে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালীনে সেই অর্জনের দুটি স্মারক (১. ফাইনালের ম্যাচ জার্সি, ২. ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।’
এর আগে গেল ৮ এপ্রিল ক্রিকেটারদের সংগঠন কোয়াবের মাধ্যমে আকবর আলীদের বিশ্বজয়ী অনূর্ধ্ব-১৯দল আড়াই লাখ টাকা সহায়তা তহবিল প্রদান করেছে।
অধিনায়ক আকবর আকবর আলী গ্লাভস জার্সি নিলামে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯