Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরোয়া লিগ বাতিল হলেও চ্যাম্পিয়নস লিগ খেলবেন নেইমাররা


৩০ এপ্রিল ২০২০ ১৫:৪৫

বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে স্থবিত জনজীবন। তবে ইউরোপ জুড়ে এই ভাইরাস আকার নিয়েছে মহামারিতে। ইউরোপের সাধারণ জনজীবন পুরোটাই স্থগিত হয়ে আছে। আর সেই সঙ্গে স্থগিত হয়ে আছে ইউরোপের ফুটবলও। এর মধ্যেই ফ্রান্সের লিগ ওয়ানের এবারের মৌসুম বাতিল ঘোষণা করা হয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী নির্দেশনা দেন সেপ্টেম্বর পর্যন্ত সেদেশে কোনো ধরনের পেশাদার খেলাধুলা মাঠে ফিরতে পারবে না।

দেশের সরকারের এমন নির্দেশনায় অপারগ হয়ে লিগ ওয়ানের এবারের মৌসুম বাতিল করতে বাধ্য হয় লিগ কর্তৃপক্ষ। আর তাতেই আরো একটি শিরোপার কাছে থেকেই স্পর্শ করা থেকে বঞ্চিত হয় নেইমার জুনিয়র কিলিয়ান এমবাপেরা। তবে লিগ ওয়ান বাতিল হলেও ইউরোপের সর্বোচ্চ টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগ’র মৌসুম শেষ হবে। আর সেখানেই অংশগ্রহণ করবেন নেইমার-এমবাপেরা।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছে পিএসজি। গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে বিধ্বস্ত করেছে, আর সান্তিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে পড়েও ড্র করে ফিরেছিল এমবাপেরা। এরপর রাউন্ড অব-১৬’তে বুরুশিয়া ডর্টমুন্ডের মাঠে হেরে এসেও ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল তারা।

লিগ ওয়ান থেকে পিএসজির সঙ্গে এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে টিকে আছে অলিম্পিক লিও। এবং তারা এই মৌসুমে নিয়মানুযায়ী খেলতে থাকবে।

উয়েফার নির্বাহী সদস্য আরমান্ড ডুকা রেডিও কিস কিসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘পিএসজি আর লিও চ্যাম্পিয়নস লিগে খেলবে কিনা তার সিদ্ধান্ত একমাত্র গ্রহণ করতে পারবে উয়েফা। আর উয়েফার একমাত্র লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুম শেষ করা। তবে এটা নির্ভর করছে প্রত্যেকটা দেশের ওপর।’

বিজ্ঞাপন

ইউরোপের বেশ কিছু দেশ এর মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে সেদেশের ঘরোয়া লিগ এবারের মতো বাতিল করার। আর ইউরোপের সর্বোচ্চ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ কিংবা ইউরোপা লিগ নিয়ে একমাত্র সিদ্ধান্ত গ্রহণ করবে উয়েফা। এ ব্যাপারে ডুকা বলেন, ‘কয়েকটি দেশ এর মধ্যেই ঘরোয়া লিগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু চ্যাম্পিয়নস লিগ নিয়ে একমাত্র সিদ্ধান্ত গ্রহণ করতে পারে উয়েফা। নির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যে দেশ ঘরোয়া লিগ বাতিল করেছে তাদের লিগ থেকে দলগুলো কীভাবে চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ করবে। আর এটা নির্ভর করবে দেশগুলো উয়েফার সামনে কীভাবে সেটা প্রদর্শন করে।’

পিএসজি এবং লিওর চ্যাম্পিয়নস লিগ খেলা সম্পর্কে উয়েফার এই নির্বাহী সদস্য বলেন, ‘আমার মনে হয় প্যারিস সেইন্ট জার্মেই আর অলিম্পিক লিও দুই দলই চ্যাম্পিয়নস লিগ খেলা চালিয়ে যাবে। ফ্রান্সের ফুটবল ফেডারেশন নিজেদের লিগ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তারা ইউরোপের বাকি টুর্নামেন্ট নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না।’

উয়েফা চ্যাম্পিয়নস লিগ কিলিয়ান এমবাপে নেইমার জুনিয়র প্যারিস সেইন্ট জার্মেই ফ্রেঞ্চ লিগ ওয়ান লিগ ওয়ান

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর