Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোয়বের বিরুদ্ধে পিসিবি’র মানহানির মামলা


৩০ এপ্রিল ২০২০ ১২:৫৭

ক্রিকেট ছেড়ে এখন পুরোদস্তর ইউটিউবার বনে গেছেন শোয়েব আখতার। আর তার বেফাঁস মন্তব্যের জন্য বেশ দ্রুতই ইউটিউবার হিসেবেও জনপ্রিয় হয়ে উঠেছেন রাওয়াল পিন্ডি এক্সপ্রেস। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এর আইন বিভাগ নিয়ে মন্তব্য করে বেকায়দায় পড়েছেন শোয়েব। এবার পিসিবি তার বিরুদ্ধে মানহানির মামলা করে বসেছে।

ক্রিকেটার থাকা অবস্থাতেও যেমন ছিলেন এখনো বদলাননি সিকি ভাগও। আগেও যেমন সরাসরি মুখের উপর অপ্রিয় সত্য বলে দিতেন এখনও তেমনই আছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে বেশ সরব ভূমিকা পালন করছেন তিনি। বিভিন্ন সময় নানান বিষয় নিয়ে কথা বলছেন নিজের চ্যানেলে।

বিজ্ঞাপন

এবার সদ্য তিন বছরের নিষেধাজ্ঞা পাওয়া উমর আকমলের শাস্তি বিষয়ে কথা বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেছেন শোয়েব। আর তাতেই ক্ষিপ্ত পিসিবি। শোয়েব বলেছেন, ‘উমরের (আকমল) শাস্তিটা কি সমর্থনযোগ্য হয়েছে? আমাকে বলতেই হবে পিসিবি’র আইন বিভাগ একেবারেই অকাজের আর অযোগ্য। বিশেষ করে তাফজল রিজভি (পিসিবির আইন উপদেষ্টা), জানি না সে কোথা থেকে এসেছে। তার ভালো যোগাযোগ আছে, গত ১০-১৫ বছর ধরে পিসিবিতে আছে। এমন কোনো মামলা নেই যে সে হারে।’

আর শোয়েবের এমন মন্তব্যে বেশ চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই তো ছেড়ে কথা বলছে না তারাও। তাই তো শোয়েব আখতারের বিরুদ্ধে মানহানির মামলাই টুকে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ‘শোয়েব আখতারের আপত্তিকর শব্দচয়নে পিসিবি হতাশ। জনসম্মুখে তিনি পিসিবি আইন বিভাগ ও আইন উপদেষ্টার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। শোয়েব আখতার যে ভাষায় কথা বলেছেন সেটি একেবারেই অনোপযুক্ত ও মানহানিকর। কোনো সভ্য সমাজ এটি মেনে নিতে পারে না। পিসিবির আইন উপদেষ্টা তাফজল রিজভি নিজে দায়িত্ব নিয়ে শোয়েব আখতারের বিরুদ্ধে মানহানি ও ফৌজদারি মামলা করেছেন।’

বিজ্ঞাপন

পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি মানহানির মামলা শোয়েব আখতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর