Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোয়েবের চোখে সেরা পাঁচ


২৯ এপ্রিল ২০২০ ১৫:১৭

ইউটিউবার হিসেবে বেশ ভালোই খ্যাতি পেয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। ইউটিউব লাইভে ক্রিকেট বিষয়ে তার বিভিন্ন আলোচনায় বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে। করোনাভাইরাসের এই ঘরবন্দি সময়টাতে শোয়েব তুলনামূলক বেশিই আলোচিত, নিজের ইউটিউব চ্যানেলে তার ভিডিও পোস্টের সংখ্যা বাড়ছে ইদানিং। সম্প্রতি এক ভিডিওতে বর্তমান সময়ের সেরা পাঁচ ব্যাটসম্যান বেছে নিয়েছেন পাকিস্তানের গতি তারকা।

বিজ্ঞাপন

শোয়েবের সেরা পাঁচজনের তিনজনই দক্ষিণ এশিয়ান। পাকিস্তানের বাবর আজম, ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মাকে রেখেছেন তালিকায়। বাবরকে রাখলেও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে সেরা পাঁচে রাখেননি তিনি। তবে আলাদা করে অজি তারকার প্রসংশা করেছেন।

শোয়েব বলেন, ‘আমার চোখে এই সময়ের সেরা পাঁচ ব্যাটসম্যান বাবর (আজম), বিরাট (কোহলি), রোহিত (শর্মা), (জো) রুট এবং (কেন) উইলিয়ামসন।’ অনেকের মতো শোয়েবেরও স্মিথের ব্যাটিং স্টাইল অপছন্দ। সেই কারণেই হয়তো তাকে সেরা পাঁচে রাখেননি, ‘(স্টিভ) স্মিথ একটু বিদঘুটে, তবে ও গ্রেট ব্যাটসম্যান।’

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আলাদা করে প্রশংসা করেছেন রোহিত শর্মার। শোয়েবের চোখে ভারতীয় ব্যাটসম্যান বিশ্বের সেরা টাইমিং ব্যাটসম্যান, ‘ব্যক্তিগতভাবে আমি রোহিতের খুব বড় ভক্ত। আমি একবার তাকে বলেছিলামও-রোহিত তুমি গ্রেট। বিশ্বের সবচেয়ে সেরা টাইমিং তোমার।’

নিজের সময়কার সেরা ব্যাটসম্যান, বোলারও বেছে নিয়েছেন বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন বোলার। শোয়েবের মতে তার সময়ের সেরা বোলার ছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার শেন বন্ড, আর সেরা ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার ড্যামিয়েন মার্টিন, ‘যদি আপনি আমাকে আমার ফেবারিট জিজ্ঞেস করেন, তবে আমি সবসময়ের ফেবারিট বলব নিউজিল্যান্ডের পেসার শেন বন্ডকে। আর আমার বল করা সবচেয়ে সেরা ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার ড্যামিয়েন মার্টিন।’

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার সেরা পাঁচ সেরা ব্যাটসম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর