Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বুঝি না তবুও মেসির সমালোচনা কেন হয়’


২৮ এপ্রিল ২০২০ ১৬:১৫

লিওনেল মেসি বার্সেলোনার হয়ে যতটা আর্জেন্টিনার হয়ে ঠিক ততটা নয়, এমন সমালোচনা অনেক দিনের। সমালোচকরা মনে করেন, মেসি বার্সেলোনার হয়ে যতটা নিবেদন নিয়ে খেলেন আর্জেন্টিনার ক্ষেত্রে সেটা দেখা যায় না। আর্জেন্টিনার হয়ে মেসির ট্রফি না জেতাটা এই সমালোচনাকে উস্কে দিয়েছে বারবার। তবে মেসির দীর্ঘদিনের সতীর্থ, বাল্যবন্ধু সার্জিও আগুয়েরো বললেন, আর্জেন্টিনা কোনো ম্যাচ হারলে সবচেয়ে কষ্ট মেসিই পান।

বিজ্ঞাপন

বার্সেলোনার হয়ে দু’হাত ভরে সাফল্য পেলেও জাতীয় দলের হয়ে শিরোপাশূন্য মেসি। চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দশটি স্প্যানিশ লা লিগাসহ বার্সেলোনার হয়ে শিরোপা জিতেছেন ৩৩টি শিরোপা। ক্লাব ফুটবলে গোল করেছেন প্রায় সাড়ে ছয়শ। কিন্তু আর্জেন্টিনার হয়ে একটা অলিম্পিক সোনা ছাড়া জিততে পারেননি কিছুই। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে উঠেও শিরোপার দেখা পায়নি মেসির আর্জেন্টিনা। ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকাতেও ঘটেছে একই ঘটনা। এসব কারণেই মূলত সমালোচকরা ছেকে ধরেন মাঝে মধ্যেই। সার্জিও আগুয়েরো এমন সমালোচনা মানতে পারছেন না।

বিজ্ঞাপন

আর্জেন্টাইন গণমাধ্যম টিওআইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার বলেন, ‘যারা আর্জেন্টিনার হয়ে মেসির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলে, আমি আসলে তাদের বুঝি না। দেশ ব্যর্থ হলে সবার আগে মেসিই কষ্ট পায়।’

প্রিয় বন্ধুর এমন সমালোচনাকে অন্যায়ই মনে করছেন আগুয়েরো, ‘এত কিছুর পরেও ও (মেসি) বারবার জাতীয় দলের হয়ে খেলার জন্য ফিরে আসে। আমরা যখন একটা ম্যাচ হারি, তখন সবাই-ই কষ্ট পাই, তবে ও পায় সবচেয়ে বেশি। তবে ফুটবলে হারজিত থাকবেই। খেলাটাই এমন।’

এদিকে, এমন সমালোচনার কারণেই কিনা মেসিও জাতীয় দল থেকে দূরে ছিলেন অনেকবার। গত কোপা আমেরিকার আগে জাতীয় দলের হয়ে খেলেননি অনেকদিন। একবার অবসরও নিয়ে ফেলেছিলেন। আগুয়েরো বলছেন, এসব ভুলে আগামী কোপা আমেরিকার জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে এখন।

তারকা স্ট্রাইকার বলেন, ‘আগে আমার মূল লক্ষ্য চলতি মৌসুম শেষ করা। তারপর আমাদের অখণ্ড মনোযোগ থাকবে কোপা আমেরিকা ও তারপর বিশ্বকাপের প্রতি। লিওনেল স্কালোনির অধীনে আমরা দল হিসেবে বেশ গুছিয়ে উঠেছি। দলটাও বেশ ভালো। আগামী কোপা আমেরিকাটা যেহেতু আর্জেন্টিনায় হবে, আমরা অনেক রোমাঞ্চিত। ট্রফিটা জেতার সম্ভাবনা আছে আমাদের।’

মেসির সমালোচনা লিওনেল মেসি সার্জিও আগুয়েরো

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর