Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় ফুটবলের নিয়ম পাল্টাচ্ছে!


২৭ এপ্রিল ২০২০ ২০:৫৪

করোনাভাইরাসের প্রকোপে আতঙ্কিত পুরো বিশ্ব। তবে আতঙ্কের মধ্যেও আশার আলো দেখাচ্ছে কিছু বিষয়। মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালি, স্পেনের মতো দেশগুলোতে করোনার প্রভাব কমতে শুরু করেছে। আক্রান্ত আর মৃত্যুর হার দিন দিন কমছে। এদিকে গবেষকরা আগামী কয়েক মাসের মধ্যে ভাইরাসটির নিষ্পত্তি দেখছেন। এরই মধ্যে ইউরোপের দেশগুলো লকডাউন শিথিল করতে শুরু করেছে। ধাপে ধাপে বিভিন্ন প্রতিষ্ঠান, দোকানপাট খুলে দেওয়া হবে, মানুষের চলাচল সহজ করা হবে বলেও জানা গেছে। তাতে আশার আলো দেখছে ক্রীড়াঙ্গানও।

বিজ্ঞাপন

ইউরোপে ফুটবল ফেরানোর চেষ্টা করা হচ্ছে। বুন্দেসলিগা শুরু হচ্ছে আগামী মাসে। সিরি ‘আ’র দলগুলোর জন্য অনুশীলন শুরু করার সময়সীমা ঘোষণা করা হয়েছে। অন্যান্য লিগগুলোও পুনরায় শুরুর তারিখ নির্ধারণে আলোচনা চলছে।

বলা হচ্ছে, ঘন ঘন ম্যাচ খেলে অল্প সময়ের মধ্যে মৌসুমের খেলাগুলো শেষ করা হবে। কিন্তু তেমনটা হলে তো খেলোয়াড়দের চোটে পড়ার সম্ভাবনাও বেড়ে যাবে। পর্যাপ্ত বিশ্রাম না পেলে অধিক চাপে স্বাভাবিকভাবেই চোটে পড়বেন ফুটবলাররা। এসব চিন্তা করে ফুটবলের নিয়ম পাল্টানোর চিন্তা করছে ফিফা।

স্বাভাবিক নিয়মে ৯০ মিনিটের ম্যাচে দলগুলো তিনটি খেলোয়াড় বদলির সুযোগ পায়। খেলোয়াড়দের বিশ্রামের বিষয়টি নিশ্চিত করতে এই সংখ্যা পাঁচ করতে চায় ফিফা। নক আউট ম্যাচে খেলা অতিরিক্ত সময়ে গড়ালে আরও একজন বাড়িয়ে ছয়জন ফুটবলারের বদলির নিয়ম করতে চায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য হয়নি। বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। সবার মতামত নিয়ে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফিফার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বাভাবিকের চেয়ে বেশি ম্যাচ হলে অতিরিক্ত চাপের কারণে খেলোয়াড়দের চোটে পড়ার প্রবণতা বাড়বে, এটা উদ্বেগের বিষয়। ফিফার কাছে স্বাস্থ্য সবার আগে। কোনো ম্যাচ বা প্রতিযোগিতাই মানুষের জীবনের ঝুঁকি নিয়ে আয়োজন করার প্রশ্নই উঠে না।’

করোনাভাইরাস ফিফা ফুটবলের নিয়ম ফুটবলের নিয়ম পরিবর্তন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর