Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় ক্রিকেটীয় স্মারক নিলামে তুলবেন অ্যান্ডারসন


২৭ এপ্রিল ২০২০ ১৫:০০

করোনাভাইরাস মোকাবিলায় ক্রিকেটীয় স্মারক নিলামে তুলবেন টেস্ট ইতিহাসের অন্যতম সেরা পেসার জেমস অ্যান্ডারসন। নিলামে প্রাপ্ত অর্থের পুরোটাই দান করবেন করোনাভাইরাস মোকাবিলায় গঠিত তহবিলে।

বেশ কয়েক বছর ধরেই টেস্ট স্পেশালিস্ট হিসেবে পরিচিত অ্যান্ডারসন সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের জানুয়ারিতে। কেপ টাউনে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওই ম্যাচে ইংল্যান্ডকে জেতাতে বড় অবদান রাখেন ডানহাতি পেসার। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নেন ২ উইকেট। ওই টেস্টের জার্সি, ব্যাট ও জয়ের স্মারক একটি স্টাম্প অটোগ্রাফসহ নিলামে তুলবেন অ্যান্ডারসন।

বিজ্ঞাপন

কিছুদিন আগে বিশ্বকাপের ফাইনাল জেতা জার্সি নিলামে তুলে সমুদয় অর্থ করোনার চিকিৎসা দেওয়া দুটি হাসপাতালকে দান করেছিলেন জস বাটলার। ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যানের জার্সি বিক্রি হয়েছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ লাখ টাকায়। মূলত বাটলারের ওই উদ্যোগেই অনুপ্রণিত হন ইংল্যান্ডের হয়ে ৫৮৪টি টেস্ট উইকেট নেওয়া ৩৭ বছর বয়সী পেসার অ্যান্ডারসন।

উল্লেখ্য, করোনা মোকাবিলায় অর্থ সংগ্রহের জন্য ক্রিকেটীয় স্মারক নিলামে তোলার অনেক ঘটনাই শোনা যাচ্ছে ইদানিং। বাংলাদেশি তারকা সাকিব আল হাসান গত বিশ্বকাপ খেলা ব্যাটটি নিলামে তুলেছিলেন, যা বিক্রি হয় ২০ লাখ টাকায়। এই অর্থের পুরোটাই তুলে দেওয়া হবে করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া সাধারণ মানুষের সাহায্যে।

মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিমও তাদের রেকর্ড গড়া ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন। এছাড়াও এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন এবং তাসকিন আহমেদ নিজেদের ক্রিকেটীয় স্মারক নিলামে তুলবেন বলেও জানা গেছে। দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স সম্প্রতি ২০১৬ সালের আইপিএলের ব্যবহৃত ব্যাট, গ্লাভস ও জার্সি নিলামে তোলার কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

ইংলিশ পেসার ক্রিকেটীয় স্মারক জিমি অ্যান্ডারসন নিলামে

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর