Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না ফেরার দেশে ফুটবলার ইমন বাবুর পিতা


২৪ এপ্রিল ২০২০ ২১:৫৭

স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: জাতীয় ফুটবল দল ও বসুন্ধরা কিংসের মিডফিল্ডার ইমন মাহমুদ বাবুর পিতা তোতা মিয়া আর নেই। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল আটটার দিকে না ফেরার দেশের চলে গেছেন তিনি (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

বার্ধক্যজনিত কারণে তোতা মিয়া মারা গেছেন বলে নিশ্চিত করেছেন ইমন বাবু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৫ বছর)। তিনি ৪ মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ২০১৬ সালে মাকেও হারিয়েছেন ইমন।

বিজ্ঞাপন

আজ জুম্মার পর মরহুমের জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হয়।

ইমন বাবুর পিতার মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সারাবাংলা/জেএইচ

ইমন বাবাু জাতীয় ফুটবল দল তোতা মিয়া বসুন্ধরা কিংস মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর