দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাকিব
২৪ এপ্রিল ২০২০ ২০:০৯ | আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ২৩:৫৯
স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেলে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে দ্বিতীয় কন্যা সন্তান জন্ম দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
সাকিবের পারিবারিক সূত্র বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে জানিয়েছে ‘আজ বিকেল সোয়া ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে ওর (সাকিব) মেয়ে হয়েছে। আমাকে ভিডিও কনফারেন্স কলে মেয়েকে দেখিয়েছে। মা ও সন্তান দুজনই সুস্থ আছে। আপনারা ওদের জন্য দোয়া করবেন। তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে।’ উল্লেখ্য, সাকিবের প্রথম কন্যা সন্তানের নাম আলাইনা হাসান অব্রি।
কদিন আগে আলাইনার মাধ্যমেই নতুন অতিথির খবর সবাইকে জানিয়েছিলেন সাকিব। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বড় মেয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন ‘সে বোন হতে চলেছে।’
সাকিবের সন্তানসম্ভবা স্ত্রী বেশ কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে গত মাসের শেষভাগে যুক্তরাষ্ট্রে যান সাকিব। দেশটির একটি হোটেলে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর পরিবারের সঙ্গে যুক্ত হন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।
সারবাংলা/এমআরএফ/এসএইচএস/জেএইচ