Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটের জন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে: মানু সায়নি


২৩ এপ্রিল ২০২০ ২১:২৩

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চ থেকে সব ধরনের ক্রিকেট স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে স্থগিত হওয়া সিরিজগুলোর ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আইসিসি’র পুর্নাঙ্গ ১২ সদস্য দেশ এবং সেই সঙ্গে তিন সহযোগী দেশের টেলিকনফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বোর্ডগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে আলোচনায় বসেন আইসিসি প্রধান নির্বাহী মানু সায়নি।

বিজ্ঞাপন

আইসিসি’র প্রধান নির্বাহী মানু সায়নি সভায় ক্রিকেট বোর্ডগুলোর স্ব স্ব দেশের খোজ খবর নেন। এবং করোনাকালে বোর্ডগুলো কিভাবে চলছে সে সম্পর্কেও খোজ নেন আইসিসি সিইও। এছাড়াও ভিডিও কনফারেন্সে স্থগিত হয়ে যাওয়া সিরিজগুলোর সূচী কিভাবে পুননির্ধারণ করা যায় সে বিষয়েই আলোচনা করেন।

আইসিসি’র প্রধান নির্বাহী মানু সায়নি বলেন, ‘এই মহামারির মধ্যেও ক্রিকেট সংশ্লিষ্ট সবকিছু দুর্দান্ত ভাবে চালনা করার জন্য আমি সকল বোর্ডের সিইওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আইসিসি’র সকল ইভেন্ট এবং দ্বিপক্ষীয় সিরিজ উভয় ক্ষেত্রেই যেটা করলে ক্রিকেটের ভালো হবে সেটাই করবো। আর এ ব্যাপারে আমাদের সকলকে এক সঙ্গে কাজ করা নিশ্চিত করতে হবে।’

কোভিড-১৯’র প্রভাব স্থিতিশীল না হলে পুনরায় ক্রিকেট মাঠে ফেরানো যে বেশ দুরুহ হবে সেটা মনে করেছেন সায়নিও। সেই সঙ্গে সবার আগে যে ক্রিকেটার এবং এই সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্যের ব্যাপারটিই ভাবতে হচ্ছে তাদের। এ ব্যাপারে সায়নি বলেন, ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেট পুনরায় চালু করার বিষয়ে সচেতন এবং দায়িত্বশীল ভাবেই সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা জানি আইসিসি’র বিশ্বব্যাপী টুর্নামেন্টগুলো চালু করার আগে এর সঙ্গে জড়িত সকলের স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর এ ধরনের সকল সিদ্ধান্ত আমরা সাবধানতার সঙ্গে বিবেচনা করব।’

আইসিসি আইসিসি সিইও এক সঙ্গে কাজ ক্রিকেট বোর্ড মানু সায়নি

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর