Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসি সভার কেন্দ্রে ছিল স্থগিত হওয়া সিরিজগুলোর ভবিষ্যৎ


২৩ এপ্রিল ২০২০ ২০:৩০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ২০:৪৬

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে স্থগিত হওয়া সিরিজগুলোর ভবিষ্যৎ করণীয় সম্পর্কে টেস্ট খেলুড়ে ১২ দেশ ও তিন সহযোগী দেশের প্রধান নির্বাহীদের নিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হয়ে গেল আইসিসি’র ডিজিটাল সভা। প্রাসঙ্গিকভাবেই সেখানে অংশ নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। সভাশেষে জানালেন কনফারেন্সে মূলত কী করে স্থগিত হয়ে যাওয়া সিরিজের সূচী পুননির্ধারণ করা যায় সে বিষয়েই আলোচনা হয়েছে। এছাড়াও করোনাকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে চলছে সেটিও এই সভায় তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছিল একই সভায় অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ওয়ার্ল্ড টি-টোয়েন্টি নিয়েও আলোচনা হবে। কিন্তু নিজাম উদ্দিন চৌধুরী জানালেন এ বিষয়ে কোনো আলোচনাই হয়নি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সারাবাংলার সঙ্গে আলাপকালে তিনি এতথ্য দেন।

সুজন বলেন, ‘এটা মূলত তথ্য আদান প্রদান ও আপডেট প্রসঙ্গে অনুষ্ঠিত একটি সভা। আইসিসি’র সদস্য দেশগুলো তাদের মধ্যে কোভিড-১৯ এর কারণে বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছে। এবং ভবিষ্যৎ সফর পরিকল্পনার প্রতিশ্রুতি অনুযায়ী যেসকল সফর স্থগিত হয়েছে কী করে সেগুলোর সূচী পুননির্ধারণ করা যায় এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

‘টি টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু আইসিসি’র সূচীর মধ্যে পড়ে সেহেতু এটা আপডেটের পর্যায়েই সীমিত আছে। এটা নিয়ে কোনো সিদ্ধান্ত বা সেরকম কিছু আলোচনা হয়নি।’ যোগ করেন বিসিবি সিইও।

করোনাভাইরাস বিশ্বব্যাপী মাহামারি আকার ধারণ করায় পৃথিবীর সব দেশেই ক্রিকেট বন্ধ। বাতিল হয়ে যাচ্ছে নিকট ভবিষ্যতের সিরিজগুলোও। শঙ্কার মুখে আগস্টে অনুষ্ঠেয় এশিয়া কাপ ও অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মেগা দুই আসরও। ঠিক এমন পরিস্থিতিতে টেস্ট খেলুড়ে ১২ দেশ ও সহযোগী তিন দেশের প্রধান নির্বাহীদের নিয়ে ডিজিটাল সভা করলেন আইসিসি সিইও মানু সায়নি। এক মাস পরে আবারও সভায় বসবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থাটি।

আইসিসি আইসিসি সভা করোনাভাইরাস ক্রিকেট বোর্ডের সভা টপ নিউজ সিরিজ স্থগিত

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর