Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নেইমারের মাঠের বাইরের উন্নতি প্রয়োজন’


২৩ এপ্রিল ২০২০ ১৫:৩৮

ব্রাজিলের সান্তোসে আগমনী বার্তা দিয়ে কুড়ি থেকে ফুল হয়ে ফুটেছেন বার্সেলোনায় এসে। কিন্তু ফুলের সুবাস পুরোপুরি ছড়াতে পারছেন! ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর থেকেই শত নেতিবাচক খবরের শিরোনাম নেইমার। দুই আড়াই বছর আগের লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর তাকে বিশ্বের তৃতীয় সেরা ফুটবলার মনে করা হতো। কিন্তু সম্প্রতি সময়ে এমনটা মনে করেন না অনেকেই। চোটের পাশাপাশি বিভিন্ন নেতিবাচক কাজে জড়িয়ে পড়াকেই এর কারণ বলেন অনেকেই।

বিজ্ঞাপন

এই অবস্থান থেকে বেরুতে মাঠের বাইরের জীবনযাত্রা উন্নতি করতে হবে বলেছেন নেইমারের জাতীয় দলের সতীর্থ রাফায়েল। আগামী কাতার বিশ্বকাপে নেইমারের দিকেই তাকিয়ে থাকবে ব্রাজিল। চোট সমস্যা না থাকলে নিঃসন্দেহে তাকে কেন্দ্র করেই দল সাজাতে চাইবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। রাফায়েল বললেন, এসব ভেবেও বদলানো প্রয়োজন নেইমারের।

রাফায়েল বলেন, ‘নেইমারকে খুব দরকার আমাদের (ব্রাজিল)। এটা নিশ্চিত যে আমাদের তাকে অনেক বেশি প্রয়োজন। তবে তার মাঠের বাইরে অনেক উন্নতি প্রয়োজন। একজন ফুটবলার হিসেবে এটা অনেক গুরুত্বপূর্ণ। মাঠে আরও ভালো খেলার জন্য বাইরের কার্যক্রমে উন্নতি প্রয়োজন নেইমারের। সে এটা করতে পারলে আমাদের জেতার সম্ভাবনা বেড়ে যাবে।’

পার্টিবয় হিসেবে আলাদা একটা পরিচিতি আছে নেইমারের। অনেক সময়ই উন্মাদ জীবনযাপনে খবরের শিরোনাম হতে দেখা যায় তাকে। রাফায়েল বললেন এসব নিয়ন্ত্রণ করতে হবে নেইমারকে, ‘(ফুটবলারদের) জীবনের প্রথম পছন্দ হওয়া উচিৎ ফুটবল। নেইমারের আশেপাশে অনেক কিছুই আছে। সে হয়তো মনে করে ফুটবল এমনিতেই ভালো খেলব। কিন্তু আসলে তা নয়, অনেক কিছুই আছে যা নিয়ে ভাবতে হয়। আমি মনে করি, সে একটু মনোযোগী হলে ব্রাজিলকে থামানো মুশকিল।’

মনে করা হচ্ছে, কাতার বিশ্বকাপ আসতে আসতে আবারও হয়তো ব্রাজিলের অধিনায়কত্বের চেয়ারে বসানো হবে নেইমারকে। তার নেতৃত্বেই হয়তো বিশ্বকাপ খেলবেন ব্রাজিলিয়ানরা। রাফায়েলের এতে সমর্থন নেই। তিনি বলেন, ‘নেইমার কখনোই নেতা নয়। আমার মনে হয় না যে সে একজন নেতা। তার মধ্যে এটা নেই। সে খেলা নিয়েই মনোযোগী ও আত্মপ্রত্যয়ী থাকে। সে বিশ্বের সেরা একজন ফুটবলার।’

বিজ্ঞাপন

নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান ফুটবলার মাঠের বাইরের উন্নতি রাফায়েল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর