Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ মিনিটেই রিয়াল মাদ্রিদে নাম লেখান রবার্তো কার্লোস


২২ এপ্রিল ২০২০ ১৮:৩৮

নিজের সময়ের সেরা তো বটেই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুলব্যাক বলা হয় ব্রাজিলিয়ান কিংবদন্তী রবার্তো কার্লোসকে। ক্লাব পর্যায়ে ফিফা স্বীকৃত সর্বকালের সেরা ক্লাব রিয়ালের হয়ে খেলেছেন এই ব্রাজিলিয়ান। ১৯৯৬ সালে লস ব্ল্যাঙ্কোসদের ডেরায় নাম লেখানোর পর প্রায় এক যুগ খেলেছেন সাদা জার্সি গায়ে চড়িয়ে। সম্প্রতি জানালেন ইন্টার মিলান ছেড়ে রিয়াল মাদ্রিদে চলে আসার ঘটনা। কিংবদন্তী এই তারকা ফুটবলার জানান মাত্র ১০ মিনিটের আলোচনাতেই রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

১৯৯৫ সালে পালমেইরাস থেকে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানে পাড়ি জমিয়েছিলেন রবার্তো কার্লোস। তবে এক মৌসুম পরেই ইন্টার ছেড়ে রিয়ালে চলে আসেন তিনি। এর পেছনের কারণ হিসেবে কার্লোস বলেন, ‘ইন্টার মিলান আমাকে উইঙ্গার হিসেবে খেলানো শুরু করেছিলন, মাঝে মধ্যে তো স্ট্রাইকার হিসেবেও খেলাতো। আমি ওই সময় অনেক কষ্টের মধ্য দিয়ে ফুটবল খেলতাম।’

লেফট ব্যাক হিসেবে ইন্টারে যোগ দিলেও তাকে ফরোয়ার্ডে খেলানোর কারণ হিসেবে কার্লোস বলেন, ‘আসলে আমি যখন ইন্টারে যোগ দিয়েছিলাম তখন প্রথম ৭ ম্যাচে ৭ গোল করেছিলাম। আর এই কারণেই আমাকে ওরা লেফট ব্যাক থেকে লেফট উইঙে আবার মাঝে মধ্যে স্ট্রাইকারেও খেলাতো। এ বিষয়ে আমি ক্লাবের প্রেসিডেন্ট মাসিমো মোরাত্তির সঙ্গে কথাও বলেছিলাম। বলেছিলাম যে আমাকে এভাবে খেলালে আমি কোপা আমেরিকার ব্রাজিল দলে সুযোগ পাবো না। আমাকে লেফট ব্যাকেই খেলতে হবে।’

তবে ইন্টার মিলানের সঙ্গে আর বনিবনা হয়নি কার্লোসের। আর তাই তো মাত্র এক মৌসুম পরেই ইন্টার ছেড়ে রিয়ালে যোগ দেন সর্বকালের অন্যতম সেরা এই ডিফেন্ডার। গ্যালাক্টিকদের দলে যোগ দেওয়ার ব্যাপারে কার্লো বলেন, ‘রিয়ালে যোগ দেওয়ার ব্যাপারটা আসলে বেশ বিস্ময়কর ছিল। তখনকার প্রেসিডেন্ট লরেঞ্জো সাঞ্জ’র সঙ্গে আমি আলোচনায় বসেছিলাম। আর এর মাত্র ১০ মিনিটের মধ্যেও আমি ইন্টার ছেড়ে রিয়ালে নাম লিখিয়েছিলাম।’

রবার্তো কার্লোস তার দুর্দান্ত রক্ষণের সঙ্গে আক্রমণের জন্যও অনেক বেশি সমাদৃত ছিলেন। দুর্দন্ত বুলেট গতির ফ্রিকিকের কারণে প্রতিপক্ষের ভয়ের কারণও ছিলেন তিনি। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে ৩৭০ ম্যাচে করেছিলেন ৪৭ গোলও। এর মধ্যে নিজের সব থেকে পছন্দের গোল বেছে নিতে বলা হলে তিনি বলেন, ‘বার্সেলোনার বিপক্ষে ফ্রিকিকে যে গোলটা করেছিলাম সেটাই রিয়ালের হয়ে আমার সব থেকে পছন্দের গোল। আর সব থেকে পছন্দের মুহুর্ত হলো ২০০২ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জিদানের ঐতিহাসিক ভলিতে করা গোলের অ্যাসিস্ট করার মুহুর্তটা।’

বিজ্ঞাপন

লম্বা ক্যারিয়ারে দুর্দান্ত সব খেলোয়াড়ের মোকাবিলা করেছেন রবার্তো কার্লোস। তাদের ব্যাপারে কথা বলতে গিয়ে কার্লোস বলেন, ‘আসলে আমি আমার ক্যারিয়ারে কিংবদন্তী অনেক খেলোয়াড়ের মোকাবিলা করেছি। তবে তার মধ্যে জ্যাকুয়িন সাঞ্চেজ, স্যামুয়েল ইতো আর লুইস ফিগো ছিল সব থেকে দুর্দান্ত। ফিগোর বিপক্ষে খেলা অনেক বেশি কষ্টকর ছিল। যাদের বিপক্ষে আমি খেলেছি তাদের মধ্যে ফিগোর বিপক্ষে খেলতেই সব থেকে বেশি ভুগতে হয়েছে আমাকে।’

ইন্টার মিলান ব্রাজিলিয়ান কিংবদন্তী রবার্তো কার্লোস রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর