Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসরি বোঝেননি বেনজেমা কেন বিশ্বকাপে খেলেননি


২২ এপ্রিল ২০২০ ১৬:৪৫ | আপডেট: ২২ এপ্রিল ২০২০ ১৬:৪৭

৩২ বছর সামির নাসরি একটা সময় আর্সেনাল এবং পরবর্তীতে ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। সিটির হয়ে জিতেছেন দু’টি ইংলিশ প্রিমিয়ার লিগও। জাতীয় ছিলেন নিয়মিত মুখ। বয়সের ভারের সঙ্গে সঙ্গে নিজেকে হারিয়ে ফেলেন অন্যদের ভীড়ে। আর তাই তো ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলে নিজের জায়গা করে নিতে পারেননি। তবে নিজের জন্য আফসোস না হলেও তার জাতীয় দলের সতীর্থ করিম বেনজেমার জন্য বেশ আফসোসে পোড়েন নাসরি। এখনো তার বোধগম্য হয়না কেন বেনজেমা বিশ্বকাপের দলে ডাক পাননি।

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা প্রায় এক দশক ধরে রিয়াল মাদ্রিদের ৯ নম্বর জার্সিধারী। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। গোলও করেছেন ভুরি ভুরি, ২০১৮ সালে বিশ্বকাপের ঠিক আগ মুহুর্তেও রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করে দলকে জিতিয়েছেন টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ। এত কিছুর পরেও বিশ্বকাপ দলে ডাক মেলেনি বেনজেমার। আর কেন বেনজেমা ফ্রান্সের দলে ডাক পাননি এই বিষয়টিই এখনো বুঝতে পারছেন না তারই এক সময়ের সতীর্থ সামির নাসরি। এই দুইয়ে মিলে ২০০৪ সালে ফ্রান্সকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতিয়েছিলেন।

বিজ্ঞাপন

নাসরি বলেন, ‘আমি অনেক খুশি এবং গর্বিত যে ফ্রান্স বিশ্বকাপ জিতেছে। কিন্তু এখানে কিছু বিষয় আমাকে এখনো পীড়া দেয়। আমার মনে হয় দেশাম্প ইচ্ছা করলেই তিনটি আলাদা আলাদা খুবই শক্তিশালী দল গঠন করতে পারবে। আমি আসলে এখনো বুঝতে পারছি না কেন বেনজেমাকে বিশ্বকাপের দলে নেওয়া হয়নি। তাকে ইউরো-২০১৬’র দলেও কেনই বা রাখা হয়নি।’

অবশ্য কেবল বেনজেমার কথাই নাসরি বলেননি। সেই সঙ্গে ২০১৪ সালের বিশ্বকাপে কেনই বা তাকে দলে রাখা হয়নি সেটাও এখনো বুঝে উঠতে পারেননি এই তারকা মিডফিল্ডার। নাসরি বলেন, ‘আমি ২০১৪ বিশ্বকাপের আগে ম্যানচেস্টার সিটির হয়ে লিগ জিতেছিলাম, লিগ কাপ জিতেছিলাম। তারপরেও কেন আমাকে বিশ্বকাপের দলে রাখা হয়নি সেটা আজও আমার কাছে বোধগম্য হয়নি।’

করিম বেনজেমা জায়গা পাননি বেনজেমা দিদিয়ের দেশাম্প ফ্রেন্স ফুটবলা বিশ্বকাপ দল সামির নাসরি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর