মেসিদের অনুশীলন শুরু হচ্ছে, লিগ শুরু কবে?
২২ এপ্রিল ২০২০ ১৬:০৯ | আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ১৮:৫৮
স্পেনে করোনাভাইরাসের প্রকোপ শুরু হতেই বন্ধ করে দেওয়া হয় দেশটির শীর্ষ ফুটবল লিগ স্প্যানিশ লা লিগা। তারপর স্পেনে করোনা পরিস্থিতি দিন দিন যত খারাপ হয়েছে লা লিগার ভবিষ্যতও তত অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অনিশ্চয়তার মধ্যেই কিছুটা সুসংবাদ পাওয়া গেল। শর্ত সাপেক্ষে ফুটবলারদের অনুশীলনে ফেরার অনুমতি দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
সম্প্রতি স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি), স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও লা লিগা কর্তৃপক্ষ বৈঠকে বসেছিল। এই বৈঠকের পর এক বিবৃতিতে ফুটবলারদের অনুশীলনে ফেরার অনুমতি দেয় সিএসডি।
সিএসডি’র বিবৃতিতে বলা হয়েছে, স্পেনের করোনাভাইরাস পরিস্থিতি উন্নতি হওয়াতে ক্লাবগুলোকে অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে। তবে অবশ্যই সরকারের বেধে দেওয়া বিধি নিষেধ মানতে হবে।
উল্লেখ্য, করোনার প্রদুর্ভাবে গত মাসের ২৩ তারিখে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় স্প্যানিশ লা লিগা। মনে করা হচ্ছে, আগামী জুন নাগাদ আবারও শুরু করা সম্ভব হবে বিশ্বের অন্যতম সেরা জনপ্রিয় এই ফুটবল লিগটি।