Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলিমের ব্যাপারে কোনো অভিযোগ পায়নি বিসিবি


২১ এপ্রিল ২০২০ ১২:৫১ | আপডেট: ২১ এপ্রিল ২০২০ ১৯:৪৮

বাংলাদেশ দলের সাবেক ওপেনার ও গেল ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার জাভেদ ওমর বেলিম বিশ্বকাপ চলাকালীন দলের তথ্য পাচার করেছেন। এবং এর প্রেক্ষিতে আইসিসি নাকি বিসিবিকে অনুরোধ করেছে যেন ভবিষ্যতে আর কখনোই তাকে বোর্ডের কোনো দায়িত্ব দেওয়া না হয়। ভারতের জনপ্রিয় ওয়েব পোর্টাল ক্রিকবাজ গতকাল রাতে সংবাদটি প্রকাশ করেছে। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে বেলিম সংক্রান্ত বিষয়ে তারা কিছুই জানেন না। এবং এই মর্মে আইসিসি বা আকু থেকেও কোনো নির্দেশনাও তাদের দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

তিনি জানালেন, ‘না আমরা এই ব্যাপারে আইসিসি কিংবা দুর্নীতি দমন বিভাগ (আকু) থেকে এমন কোনো তথ্য পাইনি।’

এদিকে সকালে সারাবাংলকে জাভেদ ওমর জানিয়েছেন খবরটি সম্পুর্ণ অসত্য ও ভিত্তিহীন। ‘অবশ্যই আমি দলের তথ্য পাচার করিনি। এর আংশিকও যদি সত্যি হত তাহলে আমি মেনে নিতাম। এটা আমাকে দিয়ে অসম্ভব। আমি নিজেই হতবাক এবং কিছুই জানি না। তারা যদি আমাকে সন্দেহ করেই থাকে তাহলে নুন্যতম একটি প্রমাণ দেখাক। তাছাড়া আমি যদি করেই থাকি তাহলে হয় আইসিসি আমাকে জিজ্ঞেসাবাদ করবে না হয় বিসিবি তাদের সিদ্ধান্ত জানাবে। কিন্তু এর কিছুই হয়নি।’

এদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন- ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। নিউজ দেখে জেনেছি। জাভেদ ওমর আমাকে ফোন করেছিল। সেও বিচলিত হয়ে গেছে। সে বলছে এমন কোনো কাজ সে করেনি যে আসিসির দুর্নীতি দমন বিভাগ এভাবে বলবে। এ ব্যাপারে আইসিসি থেকে কোন চিঠি এসেছে কিনা সেটাও আমি জানি না।’

জালাল ইউনুসের কথার অনুরণন শোনা গেছে শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান শেখ সোহেলের কণ্ঠেও। ‘আমি এ ব্যাপারে কিছুই শুনিনি।’

গত কয়েক সিরিজ ধরেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সাবেক ওপেনার জাভেদ ওমর। সে ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে ম্যানেজার হিসেবে পাঠিয়েছিল বিসিবি।

ক্রিকবাজ বলছে, সেখানে নাকি তিনি দায়িত্ব পালনের সময় দলের ভেতরের খবর পাচার করেছেন বলে অভিযোগ করেছে আইসিসি! এবং সাবেক ক্রিকেটার হওয়ায় তার বিরুদ্ধে প্রাথমিকভাবে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তেও যেতে চাইছে না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা!

বিজ্ঞাপন

আইসিসি আইসিসি'র দুর্নীতি দমন ইউনিট জাভেদ ওমর বেলিম জালাল ইউনুস টপ নিউজ তথ্যপাচারের অভিযোগ বিসিবি বিসিবি সিইও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর