বাবা হারালেন ইমরুল কায়েস
১৯ এপ্রিল ২০২০ ২২:২৬ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ২২:৪০
পেশাগত প্রয়োজনে রোববার সন্ধ্যায় ইমরুল কায়েসকে মুঠোফোনে ফোন দিলে ভীত সন্ত্রস্ত কণ্ঠে বললেন, ভাই আমার বাবা খুব অসুস্থ। লাইফ সাপোর্টে আছে। এখন কথা বলতে পারছি না। পরে কথা বলব। এর ঘণ্টা তিনেক অতিক্রম না হতেই ইহকালের সেই দুঃসংবাদটি এল। তার অসুস্থ বাবা আর নেই। পৃথিবীর সকল মায়া ত্যাগ করে পাড়ি জমিয়েছেন পরপারে।
রাতে খবর শুনে ইমরুল ফোন দিলে তিনি ফোন ধরেননি। পরে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইমরুলের বাবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
হাবিবুল বাশার বলেন, ‘হ্যাঁ, তিনি ইন্তেকালকরেছেন। আমার সাথে মাত্রই কথা হলো।‘
এর আগে গত ২৩ মার্চ মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে আলমসাধুর ধাক্কায় (অটো রিক্সা) বাবা বানি আমিন বিশ্বাস গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রায় এক মাস পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
ইমরুল কায়েস টপ নিউজ বাবা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মৃত্যুবরণ করেছেন