Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়াল-চেলসি’র জার্সি পরাকে দুর্ভাগ্য বলছেন মোরাতা


১৯ এপ্রিল ২০২০ ১৮:০২

কতশত তরুণ ফুটবলার স্বপ্ন দেখেন ক্যারিয়ারের কোনো এক উজ্জ্বল সময়ে গায়ে চড়াবেন রিয়াল মাদ্রিদের সাদা রঙের জার্সিটি। কিংবা সদ্য ইউরোপের জায়ান্ট হয়ে ওঠা চেলসির নীল রঙে মাখবেন নিজের ক্যারিয়ার। অথবা ইতালির বিশ্বসেরা অন্যতম সেরা ক্লাব জুভেন্টাসের সাদা-কালো ডোরা কাটা জার্সি গায়ে চড়িয়ে মন জয় করবেন তুরিনের কোটি ভক্ত সমর্থকদের। তবে এই তিন ক্লাবের জার্সি গায়ে চড়ানোকেই দুর্ভাগ্য মনে করছেন অ্যাটলেটিকো মাদ্রিদের বর্তমান স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের কারনে স্থগিত হয়ে যাওয়া ফুটবলের কারণে অলস সময় কাটাচ্ছেন ফুটবলাররা। এর মধ্যেই যুক্ত হচ্ছেন ভক্তসমর্থকদের সঙ্গে নানা ভাবে। অ্যাটলেটিকো মাদ্রিদের স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা সম্প্রতি ইতালিয়ান টেনিস তারকা ফ্যাবিও ফগ্নিনি’র সঙ্গে এক ভিডিও কনফারেন্সে যুক্ত থাকাকালীন বলেছেন অ্যাটলেটিকো ছাড়া অন্য ক্লাবের জার্সি পরাটা আমার জন্য দুর্ভাগ্যের ছিল।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ছোট থেকেই অ্যাটলেটিকোর সমর্থক। আমি অ্যাটলেটিকো ছেড়ে হেতাফে গিয়েছি, এরপর রিয়াল মাদ্রিদে কিন্তু আমি সব সময় স্বপ্ন দেখতাম অ্যাটলেটিকোর হয়ে ভিসেন্তে ক্যালদেরনে খেলার। এটা আসলে আমার দুর্ভাগ্য যে আমি অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়া অন্য ক্লাবের জার্সি গায়ে চড়িয়ে খেলেছি।।’

কেবল রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস কিংবা চেলসির হয়ে খেলাকেই দুর্ভাগ্য মনে করছেন না মোরাতা। সেই সঙ্গে বলছেন, ‘আমি রিয়াল, জুভেন্টাস কিংবা চেলসির জার্সি পরে খেললেও সবসময়ই আমি অ্যাটলেটিকোর সমর্থক ছিলাম। অবশেষে অ্যাটলেটিকোর জার্সি পরে খেলতে পারছি এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। আর এটা আমাকে অনেক সুখী করেছে।’

২০১০ সালে মোরাতা প্রথম নজরে আসে বিশ্বের। সে সময় ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদের যুব একাডেমির খেলোয়াড় ছিলেন তিনি। এরপর আসতে আসতে রিয়াল মাদ্রিদের একাদশে নিয়মিতই দেখা মিলত মোরাতার। তবে স্ট্রাইকার হিসেবে সে সময় গঞ্জালো হিগুইন, করিম বেনজেমা থাকায় বেঞ্চেই কাটাতে হত বেশি সময়।

এরপর ২০১৩ সালে কার্লো আনচেলোত্তির অধীনে দারুণ সময় কাটান তিনি। রিয়ালের সঙ্গে জেতেন চ্যাম্পিয়নস লিগ। এরপর ধারে দুই মৌসুমের জন্য পাড়ি জাম্ন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে। জুভেদের হয়ে ফাইনাল খেলেন মোরাতা তবে হারতে হয় বার্সার কাছে। এরপর আরো এক মৌসুম সেখানে কাটিয়ে আবারো ফেরেন রিয়ালে। ২০১৬ সালের জুনে ফেরার পর রিয়ালের হয়ে লা লিগা এবং নিজের দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগও জেতেন মোরাতা। এরপর দলের প্রথম পছন্দের স্ট্রাইকার হওয়ার লক্ষ্যে নাম লেখান চেলসিতে। তবে সেখানে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হলে অবশেষে পাড়ি জমান নিজের শৈশবের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে। সেখানেই বর্তমান খেলছেন মোরাতা।

বিজ্ঞাপন

অ্যাটলেটিকো মাদ্রিদ আলভারো মোরাতা চেলসি দুর্ভাগ্য রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর