Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মেসি গেলেও বার্সার কিছুই হবে না’-সান্দ্রো রসেল


১৯ এপ্রিল ২০২০ ১৮:৩৪

বার্সেলোনার ইতিহাস নতুন করে লিখেছেন লিওনেল মেসি। কেবল ঘরোয়া টুর্নামেন্ট নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বার্সার সেরা ফুটবলার লিওনেল মেসি। স্প্যানিশ ঘরোয়া ফুটবল লিগ লা লিগার ইতিহাসে বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা তো বটেই সমগ্র লা লিগার ইতিহাসেরও সর্বোচ্চ গোলদাতা এই আর্জেন্টাইন কিংবদন্তী। আর সে ক্লাব ছাড়লেও নাকি বার্সেলোনার কিছুই হবে। এমনটাই মনে করছেন বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রসেল।

বিজ্ঞাপন

২০১৩ সালে সান্তোস থেকে নেইমারকে দলে ভেড়ানোর কাজটা বেশ দক্ষতার সঙ্গেই করেছিলেন। তবে পরবর্তীতে বিভিন্ন অনুসন্ধানে বেরিয়ে আসে নেইমারকে দলে ভেড়াতে টেবিলের তলানি দিয়ে নেইমারের পরিবারকে অর্থ প্রদান করেছিলেন তিনি। আর সেই সঙ্গে ফাঁকি দিয়েছিলেন স্প্যানিশ সরকারের প্রাপ্য রাজস্বও। এর জের ধরেই জেলের মুখ দেখতে হয়েছিল তাকে।

এবার আবারো আলোচনায় সান্দ্রী রসেল। সম্প্রতি স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মানি যে বার্সেলোনার ইতিহাস পাল্টাতে মেসির ভূমিকায় সব থেকে বেশি। কিন্তু মেসি চলে গেলেও বার্সেলোনার কিছুই হবে না। বার্সেলোনা বার্সেলোনায় থাকবে।’

লিওনেল মেসি ক্লাব ফুটবলে ৭৫০ ম্যাচ খেলে গোল করেছেন ৬৩৮টি। জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ১৬১ ম্যাচ খেলে ৮৬ গোল করেছেন। সম্প্রতি নেইমারকে দলে পুনরায় ভেড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে বার্সা। আর তাতেও সায় দিয়েছেন সাবেক বার্সা প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি জানি বিভিন্ন সময়ে নেইমার নানান ঝামেলায় জড়িয়েছে কিন্তু একজন খেলোয়াড় হিসেবে সে দুর্দান্ত। বার্সেলোনার জন্য সে অনেক কিছু করতে পারবে বলে আমার মনে হয়।’

অবশ্য কেবল খেলোয়াড়ি কারণে নেইমারকে পুনরায় বার্সায় ভেড়ানোর কথা বলেননি রসেল। সেই সঙ্গে নেইমার যে একজন মহাতারকা এবং সে দলে আসলে দলের অর্থনৈতিক দিকটা আরো মজবুত হবে সেটাও মনে করিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট।

বার্সার প্রেসিডেন্ট থাকা অবস্থায় কর ফাঁকি দেওয়ার কারণে দুই বছরের জন্য জেলে যেতে হয়েছিল তাকে। সে সম্পর্কে বললেন, ‘জেলে আমার জন্য মাত্র ১২ ফুট জায়গা ছিল। এখন অবশ্য আমার বাড়িতে পরিবারের সঙ্গে বাস করতে পারছি। আর জেলের মতোই এখন কোয়ারেনটাইনে আছি। তবে বাড়িতে ভালো খাবার পাওয়া যায়।’

বিজ্ঞাপন

বার্সা ছাড়বেন বার্সেলোনা লিওনেল মেসি সান্দ্রো রসেল সাবেক প্রেসিডেন্ট

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর