Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেতন কমছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের


১৬ এপ্রিল ২০২০ ১৭:২৯

মহামারি করোনাভাইরাসের কারণে স্থবির জনজীবন, স্থগিত ক্রীড়া ইভেন্টগুলো। আর তাই তো দিন যত গড়াচ্ছে ততই লোকসান গুণতে হচ্ছে খেলাধুলার সঙ্গে জড়িত সংস্থাগুলোকে। ক্রিকেট বোর্ডগুলো বর্তমানে অলস সময় কাটাচ্ছে কারণ ক্রিকেটসহ সব ধরনের ক্রীড়া ইভেন্টই অনির্দিষ্টকালের জন্য স্থগিত। আর তাই তো লোকসান গুণতে হচ্ছে ক্রিকেট বোর্ডগুলোকেও। এবার লোকসান এড়াতে বোর্ডের কর্মকর্তাদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডেটরম নিজেই জানিয়েছেন বোর্ডের কর্মকর্তাদের বেতন কমানোর বিষয়ে। ওয়ারেন জানান আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে যারা খেলাধুলার সঙ্গে সরাসরি জড়িত নয় তাদের বেতন ২০ শতাংশ কমিয়ে দেওয়া হবে। এছাড়া তিনি নিজে অতিরিক্ত ৫ শতাংশ বেতন কম নেবেন অর্থাৎ তার বেতন কমবে ২৫ শতাংশ।

এ ব্যাপারে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও ওয়ারেন ডেটরম জানান, ‘মহামারির সময়ে লোকসান এড়াতে আমাদের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে। তাই কমপক্ষে আগামি দুই মাস ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বেতন ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা। তবে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন এখনই কমানোর কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি।’

ওয়ারেন আরো বলেন, ‘আমরা জানি ক্রিকেটাররা এর মধ্যেও অনেক লোকসান গুনছে কারণ ম্যাচ খেললে তারা ম্যাচ ফি এবং সিরিজের জন্য আলাদা অর্থ পেত। আর যেহেতু ক্রিকেট স্থগিত তাই তাদের উপার্জনের আর কোনো রাস্তাও খোলা নেই। তাই তাদের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হবে না।’

এর মধ্যেই জিম্বাবুয়ে এবং বাংলাদেশের বিপক্ষের সিরিজ স্থগিত ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। ওয়ারেন বলেন, ‘ক্রিকেট মাঠে না গড়ানোয় আমরা নানান দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা টিভি স্বত্ব থেকে কোনো অর্থ পাচ্ছি না, সিরিজ আয়োজনের জন্য কোনো অর্থ পাচ্ছি না, আমরা এও জানি না যে ঠিক কবে নাগাদ শুরু হবে তাও জানি না। এমন অবস্থায় বোর্ডের আর্থিক ক্ষতি কমাতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের। আগামি দুই মাস এভাবেই চলবে আমাদের বোর্ড এরপর পরবর্তী অবস্থা দেখে নতুন করে আলোচনায় বসব আমরা।’

বিজ্ঞাপন

তবে লোকসান কমানোর জন্য কোনো কর্মকর্তাকে ছাটাইয়ের সিদ্ধান্ত নিচ্ছে না বোর্ড।

আয়ারল্যান্ড আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড আয়ারল্যান্ডের ক্রিকেটারদের বেতন কম বোর্ড কর্মকর্তাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর