Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার কন্যার বাবা হলেন মিঠুন


১৬ এপ্রিল ২০২০ ১৫:৪৩

সপ্তাহ খানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একমাত্র মেয়ে অ্যালাইনা হোসেন অব্রি’র একটি ছবি পোস্ট করে বাবা সাকিব আল হাসান লিখেছিলেন ‘বিগ সিস্টারহুড’। তাতে কারো বুঝে নিতে কষ্ট হয়নি যে দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন লাল সবুজের এই বিশ্বসেরা অলরাউন্ডার। কাকতালীয়ভাবে একই দিনে দ্বিতীয় সন্তানের বাবা হন, মাহমুদউল্লাহ রিয়াদ। আর এবার সেই কাতারে সমবেত হলেন মোহাম্মদ মিঠুনও।

গতকাল তার স্ত্রীর কোল আলোকিত করে এসেছে এক কন্যা সন্তান। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর স্কয়ার হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন টাইগার মিডল অর্ডার ব্যাটসম্যান মিঠুনের স্ত্রী। এবং ওইদিনই তারা সন্তানের নাম রাখেন। নবজাতকের নাম রাখা হয়েছে আলীশা মেহরিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিঠুন নিজেই সারাবাংলাকে সুসংবাদটি দিলেন।

বললেন, ‘গতকাল দুপুর একটার দিকে স্কয়ার হাসপাতালে মেয়ে হয়েছে। মা, মেয়ে দুইজনই সুস্থ আছে। আপনার দোয়া করবেন।’

২০১৬ সালে প্রথম পুত্র সন্তানের বাবা হন মিঠুন।

কন্যা সন্তান বাবা হলেন বাংলাদেশ জাতীক ক্রিকেট দল মোহাম্মদ মিঠুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর