Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার মধ্যেও তাইওয়ানে ফুটবল, পুতুল হলো দর্শক


১৫ এপ্রিল ২০২০ ১৮:৪৪

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে নেমে এসেছে স্থবিরতা। জনজীবনের সঙ্গে সঙ্গে থেমে গেছে সারা বিশ্বের ক্রীড়াঙ্গনও। সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে এরই মধ্যে। তবে এই স্থবিরতার মধ্যেই নিজেদের ঘরোয়া ফুটবল লিগের মৌসুমের খেলা শুরু করেছে তাইওয়ান। এ পর্যন্ত কোভিড-১৯’এ আক্রান্ত হয়ে তাইওয়ানের ৬ জন নাগরিক মারা গেছেন আর আক্রান্তের সংখ্যা ছিল ৩৮৮ জন।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে কেবল ফুটবল লিগ নয় সেই সঙ্গে পেশাদার বেসবল লিগও শুরু করেছে তাইওয়ান। তবে এখনই দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দেয়নি তাইওয়ান সরকার। তাই তো বন্ধ দরজায় দর্শকশূন্য মাঠেই খেলা শুরু হয়েছে। কিন্তু খেলোয়াড়দের একা ছেড়ে দেয়নি লিগ কর্তৃপক্ষ। সত্যিকারের দর্শকের বদলি হিসেবে স্টেডিয়াম জুড়ে নকল দর্শকের ব্যবস্থা করা হয়। দর্শকের সারিতে পোস্টার লাগিয়ে পুতুল বসিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন গেল রোববার নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা মেলে তিনি ঘরে বসে বেসবল খেলা দেখছেন। আর তিনি লেখেন, ‘যখন এই মহামারি থেমে যাবে তখন আমরা বেসবল কোর্টে একে অপরের মুখোমুখি হবো।’

তাইওয়ানের ৪র্থ পেশাদার ফুটবল লিগও শুরু হয় গত রোববার। সেই ম্যাচে তাইপের তাতুং সিটি এফসি ৩-২ গোলের ব্যবধানে নগরপ্রতিদ্বন্দ্বী সাউদার্ন সিটি অফ কাওসিং এর কাছে হেরে যায়। তাতুং তাইওয়ানের পেশাদার লিগের প্রথম তিনটি আসরের চ্যাম্পিয়ন। প্রতিবছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত চলে তাইওয়ান প্রিমিয়ার লিগ ফুটবল। আর এবারও তার ব্যতিক্রম নয়। মহামারি করোনার মধ্যেও মাঠে গড়ালো তাইওয়ান প্রিমিয়ার লিগ।

বিজ্ঞাপন

করোনাভাইরাস করোনার মধ্যেও ফুটবল তাইওয়ান ফুটবল লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর