Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২১ এর আগে দর্শকভর্তি স্টেডিয়ামে ফুটবল নয়


১৫ এপ্রিল ২০২০ ১৬:৪৯

শেষবার মার্চ মাসে দর্শকভর্তি স্টেডিয়ামে ফুটবল মাঠে গড়িয়েছিল। এরপর করোনাভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে নেমে এল স্থবিরতা। স্থগিত ঘোষণা করা হলো সব ধরনের ক্রীড়া ইভেন্ট। কারণ, জনসমাগম হয় এমন জায়গা থেকেই সংক্রমিত ব্যক্তির কাছ থেকে বৃহৎ আকারে ছড়ায় করোনাভাইরাসে। তাই তো এক মাস পেরিয়ে গেলেও এখনো মাঠে ফেরেনি ফুটবল। আর বিশ্বস্বাস্থ্য সংস্থা’র উপদেষ্টা জেকো ইমানুয়েল জানালেন ২০২১ এর মাঝামাঝি সময়ের আগে জনসমাগম বেশি হয় এমন কোনো ক্রীড়া ইভেন্ট আয়োজন করা ঝুঁকিপূর্ণ।

বিজ্ঞাপন

ইতোমধ্যেই ২০২০ টোকিও অলিম্পিক, ইউরো-২০২০ এবং কোপা আমেরিকা-২০২০ স্থগিত ঘোষণা করেছে আয়োজক সংস্থাগুলো। করোনাভাইরাসের প্রকোপে সব ধরনের ক্রীড়া সংস্থাগুলো বাধ্য হয়েছে। স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি আ, জার্মান বুন্দেস লিগা কিংবা ফ্রেঞ্চ লিগ ওয়ান স্থগিত সব ধরনের ফুটবল টুর্নামেন্ট। ঠিক কবে নাগাদ অনুমতি মিলবে মাঠের খেলার সেটিও জানা নেই লিগ কর্তৃপক্ষের।

এমন অবস্থায় জেক ইমানুয়েল বলছেন, ‘আমার মনে হয় আগামি ২০২১ সালের মাঝামাঝি সময়ের আগে কোনো কিছুই স্বাভাবিক হবে না। আমি খুব উদ্বিগ্ন হয়ে যাই যখন শুনি বিভিন্ন সংস্থাগুলো নিজেদের কনফারেন্স, কনসার্ট আর ক্রীড়া ইভেন্ট গুলো এবছরের অক্টোবরে নতুন করে শুরু করার কথা ভাবে।’

ইমানুয়েল নিউ ইয়ার্ক টাইমের আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে যোগদান করে আমেরিকার ক্রীড়া ইভেন্টগুলো সম্পর্কে কথা বলতে গিয়ে এসব বলেন। তিনি আরো বলেন, ‘আমরা যদি সব কিছু বিবেচনা করে সবচে দ্রুত সময়ের মধ্যে ক্রীড়া ইভেন্ট মাঠে ফেরাতে চাই তাহলে সেটাও হবে আগামি ২০২১ সালের মাঝামাঝি সময়টা। এর আগে সব কিছু শুরু করা মানে আবারো সবাইকে বিপদের মুখে ঠেলে দেওয়া।’

তবে এর মধ্যেই চলতি বছরের জুনে ২০১৯/২০২০ মৌসুমের ফুটবল মাঠে শুরুর কথা ভাবছে ইউরোপিয়ান লিগ কর্তৃপক্ষরা।

করোনাভাইরাস বিশ্বস্বাস্থ্য সংস্থা মাঠে ফুটবল মাঠে ফুটবল ফিরবে না সানিয়াগো বার্নাব্যু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর