Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন লিওনেল মেসি


১৩ এপ্রিল ২০২০ ১৬:১৭

বিশজুড়ে এখন পর্যন্ত প্রায় ১৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছে আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৫ হাজার। বিশ্বজুড়ে এমন মহামারির বিরুদ্ধে লড়ছেন চিকিৎসকরা। তারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেও চিকিৎসা দিতে এগিয়ে আসছে সাধারণ মানুষকে। আর তাই তো তাদের সম্মননা জানাতে ব্যতিব্যস্ত গোটা বিশ্ব। এবার সেই দলে যোগ দিলেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি।

নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে চিকিৎসকদের স্তুতি গাইলেন এই আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার। মেসি লিখেছেন, ‘গতকাল বিশ্ব স্বাস্থ্য সপ্তাহের শেষ দিন ছিল। ইউনিসেফের পাশে দাঁড়িয়ে আমি সকল ডাক্তার, চিকিৎসকদের আমার কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের কাজে প্রতি আমি সম্মননা জানাতে চাই। নাম না জানা অগণিত চিকিৎসক কাজ করছেন দিন রাত ২৪ ঘন্টা। নিজেদের পরিবার ছেড়ে, নিজেদের সন্তানদের দূরে রেখে যেন আমাদের পরিবার, আমাদের সন্তান নিয়ে আমরা সুস্থ থাকতে পারি।’

বিজ্ঞাপন

বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি চিকিৎসকদের উদ্দেশে নিজের পক্ষ থেকে সম্মননা জানিয়েছেন। তাদের দুর্দান্ত কাজের জন্য। মেসি আরো যোগ করেন, ‘ডাক্তারদের প্রতি আমি আবারো কৃতজ্ঞতা জানাতে চাই তাদের এই আত্মত্যাগের জন্য। তারা অন্তসত্বা নারীদের দেখভাল করছেন, তারা শিশুদের দেখভাল করছেন। তারা মহৎ এই পেশায় দায়িত্ব পালন করছেন বলেই আমরা সুস্থ থাকতে পারছি।’

এর আগে করোনাভাইরাসে আক্রান্তদের সাহায্যের জন্য লিওনেল মেসি নিজে থেকেই ১ মিলিয়ন ইউরো দান করেছেন। এছাড়াও বিভিন্ন সময়ে নানা ধরনের সতর্ক বার্তা দিয়ে সতর্ক করছেন সাধারণ মানুষকে।

বিজ্ঞাপন

করোনা মোকাবিলা করোনাভাইরাস চিকিৎসকদের সম্মান ডাক্তারদের সম্মাননা লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর