Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উইজডেনের বর্ষসেরা স্টোকস


৮ এপ্রিল ২০২০ ১৭:১২

উইজডেনের বর্ষসেরা ‘লিডিং’ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী পেস অলরাউন্ডার বেন স্টোকস। আজ বুধবার (০৮ আগস্ট) উইজডেনের ক্রিকেটার্স অ্যালমানাকের ১৫৭তম সংস্করণের ফল প্রকাশ করা হয়েছে। নারী ক্রিকেটারদের মধ্যে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি। আর টি-টোয়েন্টিতে ‘লিডিং’ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল।
এ নিয়ে উইজডেনে বিরাট কোহলির রাজত্বের অবসান ঘটল। আগের তিন বছর উইজডেনের লিডিং ক্রিকেটার হয়েছিলেন ভারতীয় অধিনায়ক।

বিজ্ঞাপন

এদিকে, ১৫ বছর পর কোন ইংলিশ ক্রিকেটার উইজডেন সেরার পুরস্কার জিতলেন। এর আগে ইংল্যান্ডের পক্ষে এই পুরস্কার জিতেছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ, ২০০৫ সালে।

এবার স্টোকস যে উইজডেন সেরা হতে যাচ্ছেন সেটা অবশ্য অনুমিতই ছিল। বিশ্বকাপের ফাইনালে তার বীরত্বগাথা ইনিংসের কথা ভুলতে পারবে না ইংল্যান্ড। অবিস্মরণীয় এক ইনিংস খেলে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতান স্টোকস। তারপর অ্যাশেজের হেডিংলি টেস্টে প্রায় অসম্ভব সমীকরণ মিলিয়ে ইংল্যান্ডকে জিতিয়েছিলেন।

এক প্রান্ত আগলে রেখে ১৩৫ রানের বিস্ময়কর এক ইনিংস খেলে ইংলিশদের ১ উইকেটের জয় এনে দেন স্টোকস। এমন দুটি কালজয়ী পারফরম্যান্সের পর অন্য কেউ উইজডেন জিতলে সেটা মোটেও মানানসই হতো না।

অ্যালামানাকে উইজডেন সম্পাদক লরেন্স বুথ লিখেন, ‘মাত্র কয়েক সপ্তহের ব্যবধানে বেন স্টোকস জীবনের সেরা দুটি পারফরম্যান্স দেখিয়েছেন। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হয়তো খানিক ভাগ্যের সহায়তা ছিল। পরে অ্যাশেজের তৃতীয় টেস্টে ইতিহাসের অন্যতম এক ইনিংস খেলেছেন স্টোকস।’

উইজডেন বর্ষসেরা ক্রিকেটার বেন স্টোকস

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর