Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেঞ্চুরির সঙ্গে মিলিয়ে অর্থ দান করলেন গাভাস্কার


৮ এপ্রিল ২০২০ ১৬:১৫

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়ে এখন বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বজুড়ে মারা গেছে ৮৩ হাজারেরও বেশি মানুষ আর আক্রানের সংখ্যা প্রায় সারে ১৪ লাখ। কোভিড-১৯ এ এখন পর্যন্ত গোটা ভারত জুড়ে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে আর মৃতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। তাই তো এই মহামারি মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিজ্ঞাপন

আর সকল আহ্বান জানিয়েছেন অসহায় দুঃস্থদের পাশে এসে দাঁড়াতে। ভারতের প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসছেন সে দেশের শিল্পপতি, বলিউড তারকা থেকে শুরু করে ক্রিকেটাররাও। ভারতের বর্তমান ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে অনুদান দিচ্ছেন সাবেকরাও। এর আগে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলিরা মোটা অঙ্কের অর্থ প্রদান করেছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। এবার সেই ডাকে সাড়া দিয়েছেন আর এক কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার।

বিজ্ঞাপন

ভারতের এই কিংবদন্তী ক্রিকেটার সব মিলিয়ে মোট ৫৯ লাখ রুপি প্রদান করেছেন। এর মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন ৩৫ লাখ রুপি আর নিজের রাজ্য মহারাষ্ট্রে দিয়েছেন বাকি ২৪ লাখ রুপি। তবে গাভাস্কার নিজে থেকে ত্রাণ তহবিলে অর্থ দেওয়ার কথা জানাননি। মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক অমল মুজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যমে গাভাস্কারের দানের কথা জানিয়েছেন। তিনি টুইট করে বলেছেন যে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গাভাস্কার দিয়েছেন ৩৫ লক্ষ টাকা। আর মহারাষ্ট্র রাজ্য সরকারের কোভিড-১৯ ত্রাণ তহবিলে দিয়েছেন ২৪ লক্ষ টাকা।

তবে গাভাস্কার কেন ৫৯ লাখ রুপি দিয়েছেন তা খোলাসা করেছেন তার ছেলে রোহান গাভাস্কার। তিনি টুইটের মাধ্যমে জানিয়েছেন, ‘গত সপ্তাহে এই টাকা দেওয়া হয়েছে। দেশের হয়ে ৩৫ শতরান করেছিলেন বলে ৩৫ লাখ রুপি। আর মুম্বইয়ের হয়ে ২৪ শতরান করেছিলেন বলে ২৪ লক্ষ রুপি। সবার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি। আমরা সবাই যেন নিরাপদে থাকি।’

১২৫ টেস্টে ১০ হাজার ১২২ রান করেছিলেন গাভাস্কার। এর মধ্যে আছে ৩৪টি শতক। আর ১০৮টি ওডিআই ম্যাচে তার রান সংখ্যা ৩ হাজার ৯২। ওডিআইতে একটি শতকও আছে তার। অন্যদিকে ৩৪৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৮১টি সেঞ্চুরিসহ তার রান সংখ্যা ২৫ হাজার ৮৩৪।

অর্থ দান করোনা মোকাবিলা করোনাভাইরাস ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর