Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোনালদো যাওয়াতে যেমন ক্ষতি হয়নি, মেসি গেলেও হবে না’


৮ এপ্রিল ২০২০ ১৫:৫৪

২০১৮ সালে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন জুভেন্টাসে। সে সময় গুঞ্জন উঠেছিল লা লিগা তার জৌলুস হারাবে। কিন্তু লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস সে সময়েও উড়িয়ে দিয়েছিলেন সেই সম্ভবনা। এবার বললেন লিওনেল মেসিও লা লিগা ছাড়লেও কোনো ক্ষতিই হবে না যেমনটা হয়নি রোনালদোর চলে যাওয়াতে।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই খেলোয়াড় এক সঙ্গে মাতিয়েছেন লা লিগা। খেলেছেন শতাব্দির সেরা দুই ক্লাবের হয়েও। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা এবং জিতেছেন ক্লাবের হয়ে সম্ভাব্য সব কিছুই। এর মধ্যে চারটি চ্যাম্পিয়নস লিগ এবং আছে টানা তিনবার জেতারও রেকর্ড। অন্যদিকে লিওনেল মেসি বার্সেলোনার ইতিহাসই পরিবর্তন করে দিয়েছেন। জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ যার মধ্যে নিজে সরাসরি তিনটি চ্যাম্পিয়নস লিগ জয়ে ভূমিকা রেখেছেন।

বিজ্ঞাপন

অর্থাৎ লা লিগার ইতিহাসে এই দুই কিংবদন্তী নিঃসন্দেহে সেরা। তবুও তাদের চলে যাওয়া লা লিগা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করবে না বলে মনে করছেন লা লিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস। আগেই অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদো পাড়ি জমিয়েছেন জুভেন্টাসে। সেই সূত্রেই তেবাস বলেন, ‘লা লিগা সব সময়ই শক্তিশালী। দেখুন ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে চলে গেছে কিন্তু তারপরেও লা লিগা শক্তিশালী আছে। আমি মনে করি মেসিও বার্সেলোনা ছাড়লে লা লিগার ক্ষতি হবে না।’

তেবাস আরো যোগ করেন, ‘আমি চাই মেসি লা লিগাতেই থাকুক কিন্তু এও বলতে চাই যে মেসি বার্সেলোনা ছেড়ে গেলেও আমাদের কোনো ক্ষতি হবে না।’

ক্রিস্টিয়ানো রোনালদো লা লিগা লিওনেল মেসি হ্যাভিয়ের তেবাস

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর